একাই কোকোর কবর জিয়ারত করলেন রিজভী

আগের সংবাদ

বঙ্গবন্ধু হত্যার পরিবেশ তৈরি করে পাকিস্তান ও আমেরিকা

পরের সংবাদ

হোমনায় ১৮ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি : হোমনা উপজেলার ৯ ইউনিয়নের ১৮ জন গ্রাম পুলিশ পেলেন বিনামূল্যের বাইসাইকেল। গত বৃহস্পতিবার বিকালে স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে গ্রাম পুলিশদের মাঝে এ বাইসাইকেল দেয়া হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপপরিচালক মোহাম্মদ শওকত ওসমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহসিন সরকার, জেলা ফেসিলেটেটর রিপন আচার্য, ইউপিডিএফ খালিদ মোস্তাফিজ, হোমনার সহকারী কমিশনার মিজানুর রহমান ও হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কায়েস আকন্দ।
এ সময় উপজেলার ৯ ইউনিয়নের চেয়ারম্যান ও বাইসাইকেল গ্রহীতা গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাইসাইকেলের মাধ্যমে গ্রাম পুলিশদের কাজ আরো গতিশীল হবে। তারা দ্রুত ইউনিয়ন পরিষদের সব তথ্য গ্রামে গ্রামে পৌঁছে দিতে পারবে। বাইসাইকেল পেয়ে ঘাড়মোড়া ইউনিয়নের গ্রাম পুলিশ গণি মিয়া বলেন, সাইকেলে করে আমরা দ্রুত জনগণকে সেবা দিতে পারব। তিনি ফ্রি সাইকেল দেয়ায় স্থানীয় সরকার বিভাগকে ধন্যবাদ জানান। উপজেলার প্রত্যেক ইউনিয়নের দুজন করে গ্রাম পুলিশ বিনামূল্যের এ বাইসাইকেল পেলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়