একাই কোকোর কবর জিয়ারত করলেন রিজভী

আগের সংবাদ

বঙ্গবন্ধু হত্যার পরিবেশ তৈরি করে পাকিস্তান ও আমেরিকা

পরের সংবাদ

ডা. শারফুদ্দিন আহমেদ : বেড বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ মনে করেন, ডেল্টা ভ্যারিয়েন্ট পুরো দেশে ছড়িয়ে পড়ায় রোগীর চাপ বাড়ছে। তিনি বলেন, শুধু হাসপাতালে বেড বাড়িয়ে পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হবে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের জেনোম সিকোয়েন্সিং রিসার্চ প্রজেক্টের এক গবেষণায় দেখা গেছে দেশে করোনা আক্রান্তদের ৯৮ শতাংশই বর্তমানে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। ডেল্টা ভ্যারিয়েন্ট অতিসংক্রামক ভাইরাস। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা জরুরি। যেসব দেশ স্বাস্থ্যবিধি মানেনি, সেসব দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেছে। আমাদের সচেতন হতে হবে। করোনা প্রতিরোধের জন্য মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলা ও টিকা নেয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। করোনা ভাইরাসের টিকা নিলে রোগীর জটিলতা অনেক কম হয় এবং রোগী দ্রুত আরোগ্য লাভ করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়