একাই কোকোর কবর জিয়ারত করলেন রিজভী

আগের সংবাদ

বঙ্গবন্ধু হত্যার পরিবেশ তৈরি করে পাকিস্তান ও আমেরিকা

পরের সংবাদ

ডা. আহমেদ পারভেজ : ফিল্ড হাসপাতালের প্রস্তুতি থাকতে হবে

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আহমেদ পারভেজ জাবীন ভোরের কাগজকে বলেন, সব কিছু খুলে দেয়া হয়েছে। আমরা যদি সচেতন না হই তবে সংক্রমণ আরো বাড়বে। গবেষণায় দেখা গেছে, এখন ৯৫ থেকে ৯৮ শতাংশ সংক্রমণই হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট দ্বারা। গত কয়েক দিন যাবত রোগী শনাক্তের হার কমছে। কিন্তু হাসপাতালগুলোতে রোগীর চাপ কমছে না। কারণ ডেল্টা ভ্যারিয়েন্ট এখনো নিয়ন্ত্রণহীন। স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ বাড়ছে। এই চাপ কমাতে হলে সংক্রমণ কমাতে হবে। রোগীর সংখ্যা কমাতে হবে। মৃত্যুহার কমাতে হলে জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ থাকতে হবে। যে বিভাগে সংক্রমণ এবং রোগীর সংখ্যা বাড়বে, সেখানে যাতে ফিল্ড হাসপাতাল স্থাপন করা যায় সেই ব্যবস্থাটা রাখা দরকার। করোনা রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত ফিল্ড হাসপাতালের প্রস্তুতি থাকতে হবে। সরকার যে ঢাকায় ফিল্ড হাসপাতাল তৈরি করেছে এবং আরো হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নিয়েছে সেটি সঠিক সিদ্ধান্ত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়