খুলনায় মন্দির ও প্রতিমা ভাঙচুর : সম্প্রীতি পরিষদ ও বিশিষ্ট নাগরিকদের প্রতিবাদ

আগের সংবাদ

হার্ড ইমিউনিটি কতটা সম্ভব : নতুন নতুন ধরন নিয়ে শঙ্কা >> টিকার সুফল কিছুটা হলেও মিলবে : আশা বিশেষজ্ঞদের

পরের সংবাদ

১১ দিনে আড়াই হাজার ছাড়াল ডেঙ্গু রোগী

প্রকাশিত: আগস্ট ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : চলতি আগস্ট মাসের মাত্র ১১ দিনে আড়াই হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গতকাল বুধবারই রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৩ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ১৮৮ জন রাজধানীর এবং ২৫ জন বিভিন্ন জেলার হাসপাতালে চিকিৎসাধীন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এন্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সারাদেশের হাসপাতালে বর্তমানে ৯০৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এদের মধ্যে ঢাকার হাসপাতালে ৮৪১ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৬৬ জন ভর্তি আছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ আগস্ট পর্যন্ত সারাদেশে সর্বমোট ৫ হাজার ১৯২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ২৬৩ জন রোগী। এদিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২২টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। তবে আইইডিসিআর এখনো কোনো মৃত্যুর পর্যালোচনা সমাপ্ত করেনি এবং কোনো মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেনি।
তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫০ জন ও বেসরকারি হাসপাতালে ১৩৮ জন ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে ২৫ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে (ঢাকা জেলা ব্যতিত) ১৮ জন, ময়মনসিংহ ৩ জন, চট্টগ্রাম ২ জন, রাজশাহী বিভাগে ১ জন ও খুলনা বিভাগে ১ জন ভর্তি হন।
মাসভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং চলতি আগস্ট মাসের ১১ দিনে ২ হাজার ৫৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়