খুলনায় মন্দির ও প্রতিমা ভাঙচুর : সম্প্রীতি পরিষদ ও বিশিষ্ট নাগরিকদের প্রতিবাদ

আগের সংবাদ

হার্ড ইমিউনিটি কতটা সম্ভব : নতুন নতুন ধরন নিয়ে শঙ্কা >> টিকার সুফল কিছুটা হলেও মিলবে : আশা বিশেষজ্ঞদের

পরের সংবাদ

শঙ্কার সঙ্গে সম্ভাবনাও আছে : ডা. লিয়াকত আলী

প্রকাশিত: আগস্ট ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : চিকিৎসাবিজ্ঞানী, শিক্ষাবিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেসের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. লিয়াকত আলী ভোরের কাগজকে বলেন, তত্ত্বীয়ভাবে যদি বলি তাহলে বলতে হয়, সংক্রমণের ঊর্ধ্বগতির এই পর্যায়েও সব কিছু খুলে দেয়ার ফলে সংক্রমণ বাড়বে। এই শঙ্কা তো থাকছেই। আবার সম্ভাবনাও কিছু ক্ষেত্রে তৈরি হয়েছে। যেমন সামাজিক সংক্রমণ যদি দীর্ঘদিন ধরে অব্যাহত থাকে তাহলে প্রাকৃতিকভাবে প্রতিরক্ষা তৈরি হয়। যশোরে সংক্রমণ কমার ক্ষেত্রে একটি গবেষণায় দেখা গেছে সেখানে এমনটা হয়েছে। তাছাড়া করোনা প্রতিরোধে টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। এর সুফল কিছুটা হলেও পড়ছে। ফলে এই দিকগুলোও আমাদের বিবেচনা করতে হবে। হাটবাজার, শপিং মল, গণপরিবহনে আমরা হয়তো স্বাস্থ্যবিধি মানাতে পারব না। কিন্তু সভা, সমাবেশ, কমিউনিটি সেন্টার, বড় বড় বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকলে সেখানে লোক সমাগম কম হলেও সংক্রমণের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি বলেন, আমরা এখন যে মৃত্যুর হারটা দেখছি সেটি কিন্তু ২ থেকে চার সপ্তাহের আগের। শনাক্তের হার কমে আসছে। তবে শনাক্তের হার বাড়লে কিন্তু মৃত্যু হারও বাড়বে। কারণ আমাদের স্বাস্থ্যব্যবস্থা সেই চাপ নিতে পারবে না। ফলে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখাটা জরুরি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়