গণপরিবহন চালু, স্বাস্থ্যবিধি নিয়ে শঙ্কা : লঞ্চ, বাস ও ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

আগের সংবাদ

স্বাস্থ্যবিধি হটিয়ে খুলল সবই

পরের সংবাদ

শ্রীপুরে কবর থেকে কঙ্কাল চুরির সময় আটক একজন

প্রকাশিত: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

নাসির উদ্দিন জর্জ, শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুরে কবর থেকে কঙ্কাল চুরির সময় একজনকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। এ সময় তার কাছ থেকে মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার ভোরে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া (২নং সিএন্ডবি) এলাকার আব্দুল গণির পারিবারিক কবরস্থান থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় অভিযুক্তরা হলো- সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার লৌহাছড়া গ্রামের কাশেম আলীর ছেলে জাকির হোসেন (২২) ও তার দুই সহযোগী রাজন মিয়া (২৩) এবং মজনু মিয়া (২২)। তারা একই এলাকার আলাউদ্দিনের বাসায় ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করত। স্থানীয়রা জাকির হোসেনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তবে তার দুই সহযোগী দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় আব্দুল্লাহ আল মামুন তাদের অভিযুক্ত করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। শ্রীপুর থানার উপপরিদর্শক রিপন আলী খান জানান, স্থানীয় কয়েকজন ব্যক্তি মসজিদে ফজরের নামাজ শেষে হাঁটছিলেন। এ সময় আব্দুল গণির পারিবারিক কবর স্থানের পাশে অভিযুক্ত ওই ৩ জনকে হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে তারা এগিয়ে গেলে রাজন মিয়া ও মজনু মিয়া দৌড়ে পালিয়ে যায়। এ সময় জাকিরের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে মরদেহের মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় পাওয়া যায়। খবর পেয়ে উদ্ধার করা কঙ্কালসহ আটক জাকিরকে পুলিশে সোপর্দ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়