গণপরিবহন চালু, স্বাস্থ্যবিধি নিয়ে শঙ্কা : লঞ্চ, বাস ও ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

আগের সংবাদ

স্বাস্থ্যবিধি হটিয়ে খুলল সবই

পরের সংবাদ

শেরপুরে কালী প্রতিমা ভাঙচুর

প্রকাশিত: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

নাহিদ আল মালেক, শেরপুর (বগুড়া) থেকে : বগুড়া জেলার শেরপুরে রাতের আঁধারে মন্দির থেকে কালী প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত রবিবার রাত ১টার পর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের চণ্ডীজান গ্রামে এ ঘটনা ঘটে। চণ্ডীজান কালীমাতা মন্দির কমিটির সভাপতি বিজয় চন্দ্র দাস বলেন, রাত ২টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি মন্দিরের কালী প্রতিমা নেই। মূল প্রতিমা পার্শ্ববর্তী রিপন চন্দ্রের বাড়ির উঠানে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুর ১২টার দিকে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম ও শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়