গণপরিবহন চালু, স্বাস্থ্যবিধি নিয়ে শঙ্কা : লঞ্চ, বাস ও ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

আগের সংবাদ

স্বাস্থ্যবিধি হটিয়ে খুলল সবই

পরের সংবাদ

লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন

প্রকাশিত: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, নাটোর : ১০টি হাইফ্লো পয়েন্টসহ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল আক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করেন। একই সঙ্গে করোনাসহ জটিল রোগীদের জন্য হাসপাতালটিতে একটি আধুনিক মানের অ্যাম্বুলেন্স দেয়া হয়।
এ সময় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই নির্দেশনা অনুসারে উপজেলা প্রশাসন ও তার নিজস্ব অর্থায়নে সাড়ে আট লাখ টাকা ব্যয়ে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হলো। একই সঙ্গে সরকারি বরাদ্ধকৃত অ্যাম্বুলেন্স দেয়া হলো। এতে করে হাসপাতালে আগত রোগীরা ভালো স্বাস্থ্যসেবা পাবে।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শাহাব উদ্দিন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, হাসপাতালের আরএমও ডা. শামীম আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়