গণপরিবহন চালু, স্বাস্থ্যবিধি নিয়ে শঙ্কা : লঞ্চ, বাস ও ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

আগের সংবাদ

স্বাস্থ্যবিধি হটিয়ে খুলল সবই

পরের সংবাদ

রাজশাহীতে এবার একেবারে বন্ধ টিকাদান

প্রকাশিত: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী নগরীতে এবার টিকাদান কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। টিকা শেষ হয়ে যাওয়ার ফলে গতকাল মঙ্গলবার দুপুরে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) কর্তৃপক্ষ। রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এম এ আঞ্জুমান আরা বিষয়টি নিশ্চিত করে বলেন, টিকা না থাকায় আপাতত স্থগিত করা হয়েছে টিকাদান ক্যাম্পেইন। আগের দিন শুধু ওয়ার্ড পর্যায়ে স্থগিত করে সোমবার থেকে সরকার নির্ধারিত চারটি কেন্দ্রে এসএমএস প্রাপ্তদের টিকা প্রদান করা হলেও টিকা মজুত না থাকায় এটিও বন্ধ করতে হলো। টিকা পাওয়া গেলে আবারো কার্যক্রম শুরু হবে এবং টিকাপ্রাপ্তি সাপেক্ষে নিবন্ধনকারীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
এর আগে গত রবিবার রাতে ওয়ার্ড পর্যায়ে টিকাদান স্থগিত করে রাসিক কর্তৃপক্ষ। তবে সরকার নির্ধারিত শুধু ৪টি কেন্দ্রে সোমবার থেকে চলমান থাকলেও এটিও বন্ধ করতে হলো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়