গণপরিবহন চালু, স্বাস্থ্যবিধি নিয়ে শঙ্কা : লঞ্চ, বাস ও ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

আগের সংবাদ

স্বাস্থ্যবিধি হটিয়ে খুলল সবই

পরের সংবাদ

পাকুন্দিয়া : সৈয়দ আশরাফের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদ

প্রকাশিত: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সদর ঈদগাহ মাঠের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা শুরু হয়।
মানববন্ধনে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল প্রমুখ।
বক্তারা বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের পেছনে মদদদাতাদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
কর্মসূচিতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৯ জুলাই রাতে কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুর করে। এ ঘটনার পর সারা জেলায় মানববন্ধন ও সমাবেশ করে আওয়ামী লীগ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়