গণপরিবহন চালু, স্বাস্থ্যবিধি নিয়ে শঙ্কা : লঞ্চ, বাস ও ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

আগের সংবাদ

স্বাস্থ্যবিধি হটিয়ে খুলল সবই

পরের সংবাদ

ঝুঁকিপূর্ণ সেতু সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সারাদেশে জরাজীর্ণ সেতু ও বেইলি সেতু খুঁজে বের করে সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
প্রধানমন্ত্রীর বরাত দিয়ে পরিকল্পনামন্ত্রী জানান, সরকার রাস্তা প্রশস্তকরণের কাজ করছে। দেশের যেসব স্থানে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ সেতু আছে তা খুঁজে বের করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্ল্যান্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন প্রধানমন্ত্রী। একনেকের সদস্যদের অনুরোধের পরও প্রধানমন্ত্রী তার নামে এই প্রকল্প নিতে নিষেধ করেছেন এবং সোলার পার্ক, জামালপুর নামে এই বৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র নামকরণ করার নির্দেশও দিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়