গণপরিবহন চালু, স্বাস্থ্যবিধি নিয়ে শঙ্কা : লঞ্চ, বাস ও ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

আগের সংবাদ

স্বাস্থ্যবিধি হটিয়ে খুলল সবই

পরের সংবাদ

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল

প্রকাশিত: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

১৩.৪ ওভারে ৬২ রানে গুটিয়ে যায় সফরকারী অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই অস্ট্রেলিয়ার সর্বনিম্ন দলীয় সংগ্রহ। ম্যাচটি ৬০ রানে জিতেছেন সাকিব-মাহমুদউল্লাহরা। এতে করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। করোনার এই দুঃসময়ে ক্রিকেটের এ অর্জন আমাদের প্রেরণা জোগাবে। টাইগারদের এ সাফল্যগাথা ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সোনার ছেলেদের নিপুণ ক্রিকেটশৈলীতে আমরাও উল্লসিত। বাংলাদেশ ক্রিকেট দলকে আমাদের প্রাণঢালা অভিনন্দন। ২০১৮ সালে আমাদের নারী ক্রিকেট দলও এশিয়া কাপ জয় করেছিল। তারও আগে ১৯৯৭ সালে বাংলাদেশ তৎকালীন অবস্থানে সবচেয়ে বড় সাফল্য হিসেবে জিতেছিল আইসিসি ট্রফি। কিন্তু পরবর্তী দুই দশক যেন কেবলই আশা আর আশাভঙ্গের ইতিহাস। পরাশক্তি ক্রিকেট দলগুলোর বিপক্ষে বেশিরভাগ দিনই নিজেদের সেরা খেলা দেখাতে পারেনি আমাদের ক্রিকেট দল। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজ জয়ে আমাদের হতাশা কেটে গেল অনেকটা। প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলল বাংলাদেশ। টানা তিন ম্যাচ জিতে প্রথমবার সিরিজ নিশ্চিত করার পর টাইগারদের স্বপ্ন ছিল অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা। চতুর্থ ম্যাচটি হেরে যাওয়ায় তা আর হয়নি। ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এর আগে আমাদের ইতিহাস কেবল হেরে যাওয়ারই ইতিহাস বললে অত্যুক্তি হয় না। এ পর্যন্ত দুই দলের মধ্যে অনুষ্ঠিত ৬টি টেস্ট ম্যাচের মধ্যে মাত্র একটিতে বাংলাদেশ জিতেছিল। দুই দলের মধ্যে যে ২১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ বা ‘ওডিআই’ অনুষ্ঠিত হয়েছিল, সেখানেও আমরা মাত্র একটিতে জয়লাভ করেছিলাম। অপর একটি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হয়েছিল; বাকি ১৯টিই জিতেছে অস্ট্রেলিয়া। এমনকি এর আগে অনুষ্ঠিত ৪টি ‘টি-টোয়েন্টি’ ম্যাচেও আমাদের জয়ের ইতিহাস নেই। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিজয় কেবল টি-টোয়েন্টি নয়, যে কোনো ফরম্যাটেই প্রথম সিরিজ জয়। মাত্র দুই যুগের অভিজ্ঞতায় বাংলাদেশ ক্রিকেট দল গত কয়েক বছরে সমীহযোগ্য উচ্চতায় পৌঁছেছে, তা কম গুরুত্বপূর্ণ নয়। এক সময় বাংলাদেশ বড় দলগুলোর সঙ্গে খেলার আগেই হেরে যেত। এখন আমরা অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, ভারত, পাকিস্তানের মতো শক্তিশালী দলকে মোকাবিলা করছি। তাদের সঙ্গে জয়ী হয়েছি একাধিকবার। স্বীকার করতেই হবে, টাইগারদের ক্রিকেট জ্ঞান-ধ্যান, সাহস, টেকনিক, আত্মবিশ্বাস ও দায়দায়িত্ব অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। বিশ্ব ক্রিকেটেই বাংলাদেশ এখন এক দুর্নিবার শক্তি। এ দল এখন পারফরমারে ভরে গেছে। ক্রিকেটারদের দিয়ে যে বিশ্ব দরবার শাসন করতে প্রস্তুত হচ্ছে, তাও বুঝিয়ে দিচ্ছে। টাইগাররা যখন ব্যাট-বল হাতে মাঠে নামে, তখন বাংলাদেশের মানুষ যে যেখানে থাকে চোখ-কান খোলা রাখে। আর প্রতিটি বাঙালির মনেই থাকে উত্তেজনা ও শিহরণ। তবে এই জয়ের আনন্দে আত্মহারা হলে চলবে না, আত্মবিশ্বাসী হতে হবে। এই আত্মবিশ্বাসকে কাজে লাগানোর দৃঢ় সংকল্প নিতে হবে। জয়ের ধারা অব্যাহত থাকুক এই প্রত্যাশা ও শুভকামনা আমাদের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়