নির্ধারণ হবে আশুরার তারিখ : জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসছে আজ

আগের সংবাদ

সংক্রমণ ঠেকানোর কৌশল কী

পরের সংবাদ

২৪ ঘণ্টার আপডেট : করোনা ভাইরাসে আরো ২৪৫ মৃত্যু

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কিছুতেই দুইশ’র নিচে নামছে না। দৈনিক মৃতের সংখ্যা ৭ জুলাই প্রথমবারের মতো দুইশ’র ঘর অতিক্রম করে। এরপর ঈদের ছুটির মধ্যে এ সংখ্যা কিছুটা কমলেও তা আবার বাড়তে থাকে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরো ২৪৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৪৭ হাজার ২০৭টি নমুনা পরীক্ষায় ১১ হাজার ৪৬৩ রোগী শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪১২ জন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ২৮ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৬ শতাংশ আর মৃত্যুর হার ১ দশমিক ৬৮ শতাংশ।
সরকারি হিসাব অনুযায়ী, দেশে গতকাল পর্যন্ত ৮১ লাখ ৬৪ হাজার ৬১৭টি নমুনা পরীক্ষায় ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন। মৃত্যু হয়েছে মোট ২২ হাজার ৮৯৭ জনের। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ২৩০ জন এবং নারী ৭ হাজার ৬৬৭ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত ২৪৫ জনের মধ্যে ১২৮ জন পুরুষ এবং নারী ১১৭ জন। সরকারি হাসপাতালে ১৮৫ জন, বেসরকারি হাসপাতালে ৪৯ জন এবং বাসায় ১১ জনের মৃত্যু হয়েছে। বয়স বিবেচনায় নব্বইঊর্ধ্ব ৩ জন, আশিঊর্ধ্ব ১৭ জন, সত্তরোর্ধ্ব ৩৫ জন, ষাটোর্ধ্ব ৮৪ জন, পঞ্চাশোর্ধ্ব ৫৫ জন, চল্লিশোর্ধ্ব ১৬ জন, ত্রিশোর্ধ্ব ২০ জন, বিশোর্ধ্ব ১৩ জন এবং দশোর্ধ্ব ২ জন। বিভাগ বিবেচনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৮৩ জন, চট্টগ্রামে ৭১, রাজশাহীতে ১০, খুলনায় ২৫, বরিশালে ৬, সিলেটে ১৮, রংপুরে ১৯ এবং ময়মনসিংহ বিভাগে ১৩ জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়