নির্ধারণ হবে আশুরার তারিখ : জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসছে আজ

আগের সংবাদ

সংক্রমণ ঠেকানোর কৌশল কী

পরের সংবাদ

ডা. বে-নজির আহমেদ : বাড়িয়ে কথা বলা বন্ধ করা দরকার

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (রোগ নিয়ন্ত্রণ বিভাগ) ও জাতীয় টিকা পরামর্শক কমিটির (নাইট্যাগ) সদস্য অধ্যাপক ডা. বে-নজির আহমেদ ভোরের কাগজকে বলেন, এই গণটিকা কার্যক্রমে অগ্রাধিকারভিত্তিতে কারা টিকা পাবেন, কতজনকে টিকা দেয়া হবে, সেই তথ্যটি সঠিকভাবে প্রচারিত হয়নি। যে কারণে বিপুলসংখ্যক মানুষ টিকা কেন্দ্রে গিয়ে ভিড় করছেন। কারা টিকা পাবেন তার একটি তালিকা আগে থেকেই তৈরি করা প্রয়োজন ছিল। ইপিআই (স¤প্রসারিত টিকা দান কর্মসূচি) টিকার ক্ষেত্রে আমরা যেমনটা করে থাকি। আমাদের স্বাস্থ্যকর্মীরা মাঠ পর্যায়ে দুর্দান্ত কাজ করছেন। প্রতিটা ওয়ার্ড, ইউনিয়নের তথ্য তাদের কাছে রয়েছে। তাই মেম্বার, চেয়ারম্যান ও স্বাস্থ্যকর্মীদের সহায়তায় তালিকা তৈরি হলে সেটি হবে সঠিক এবং তাতে মানুষের ভোগান্তি কম হবে। সরকার যে লক্ষ্য নিয়ে টিকা কার্যক্রম শুরু করেছে সেই লক্ষ্যও পূরণ হবে। অন্যথায় এভাবে টিকা দেয়া হলে অনেক মানুষ বাদ যাবে। যাদের পরে হয়তো খুঁজে পাওয়া মুশকিল হবে। তাই ঠিকভাবে তথ্য দিতে হবে। বাড়িয়ে কথা বলা বন্ধ করতে হবে। তালিকা তৈরি করে বলে দিতে হবে কে কবে টিকা পাবেন। সেই সঙ্গে এও বলতে হবে যে, পর্যায়ক্রমে সবাইকেই টিকা দেয়া হবে। তাতে মানুষের মনে আস্থা আসবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়