শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি : চলতি সপ্তাহেই শতভাগ শিক্ষক টিকার আওতায়

আগের সংবাদ

উৎসবের গণটিকায় বিশৃঙ্খলা

পরের সংবাদ

সাকিবের সামনে আইসিসির বড় অর্জনের হাতছানি

প্রকাশিত: আগস্ট ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : আন্তর্জাতিক ক্রিকেটকে আরো আকর্ষণীয় করে তুলতে এ বছরের শুরুতেই নতুন পুরস্কার চালু করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। তারা প্রতি মাসে পারফরম্যান্সের ভিত্তিতে সেরা পুরুষ এবং সেরা নারী ক্রিকেটারকে পুরস্কার দেবে। এবার আইসিসি মাসসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার সঙ্গে সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে আছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়র। এছাড়া জুলাই মাসে নারীদের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুস ও স্টেফানি টেইলর ও পাকিস্তানের পেসার ফাতিমা সানা।
এদিকে ক্রিকেট মাঠে ব্যাট-বল হাতে সাকিবের দাপট নতুন কিছু নয়। তিনি গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটেই খেলেছেন। তার দুর্দান্ত পারফরম্যান্সে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তাছাড়া একমাত্র টেস্টে ৫ উইকেট শিকার করেন সাকিব। কিন্তু ব্যাট হাতে এক ইনিংসে ৩ রানের বেশি করতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বল হাতে ৮ উইকেটের পাশাপাশি ১৪৫ রান এসেছে সাকিবের ব্যাট থেকে। যার মধ্যে দ্বিতীয় ওয়ানডেতে ৯৬ রানের অপরাজিত ইনিংসও খেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এছাড়া টি-টোয়েন্টি সিরিজে ৩৭ রান ও ৩ উইকেট নেন সাকিব।
সাকিব ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজের পারফরম্যান্স বিবেচনায় মনোনয়ন পেয়েছেন মিচেল মার্শ ও ওয়ালশ জুনিয়র। অজি ক্রিকেটার মিচেল মার্শ ওয়েস্ট ইন্ডিজ সফরের পাঁচ টি-টোয়েন্টিতে ৪৩.৮০ গড়ে করেছিলেন ২১৯ রান। যেখানে ছিল ৩টি হাফসেঞ্চুরি। পাশাপাশি বল হাতেও নিয়েছিলেন ৮ উইকেট।
এদিকে ক্যারিবীয় স্পিনার ওয়ালশ জুনিয়র ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটিয়েছেন জুলাইয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডেতে ৭ উইকেট ও পাঁচ টি-টোয়েন্টিতে ১২টি উইকেট নিয়ে দুই সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি।
এর আগে চলতি বছর এই পুরস্কার চালু হওয়ার পর থেকে প্রথম তিন মাসে জিতেছেন ভারতীয় ক্রিকেটাররা। পুরুষ ক্রিকেটারদের মধ্যে জানুয়ারিতে ঋষভ পন্ত, ফেব্রুয়ারিতে রবিচন্দন অশ্বিন ও মার্চে ভুবনেশ্বর কুমার পুরস্কার জেতেন। এরপর এপ্রিলে এই পুরস্কার ওঠে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের হাতে। আর মে মাসে আইসিসির পুরস্কারটি উঠেছিল টাইগার দলের দাপুটে ক্রিকেটার মুশফিকুর রহিমের হাতে।
ক্রিকেটপ্রেমীরা জানেন, ভোটিং পদ্ধতিতে সেরা ক্রিকেটার নির্বাচন করে আইসিসি। এই ভোটে অংশ নেবেন আইসিসির ভোটিং একাডেমি এবং বিশ্বজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ক্রিকেট সমর্থকরা। আইসিসির ভোটিং একাডেমি গঠিত হয় জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকারদের নিয়ে। নির্বাচনে ভোটিং একাডেমির ভোট বিবেচনা করা হবে শতকরা ৯০ ভাগ, আর বাকি ১০ ভাগ সমর্থকদের ভোট।
প্রতি মাসের পারফরম্যান্স বিবেচনা করে তিনজন ক্রিকেটারের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে থাকে আইসিসির অ্যাওয়ার্ড নমিনেশন কমিটি। সেখান থেকে ভোটিং পদ্ধতিতে নির্বাচন করা হয় একজন মাসসেরা ক্রিকেটার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়