শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি : চলতি সপ্তাহেই শতভাগ শিক্ষক টিকার আওতায়

আগের সংবাদ

উৎসবের গণটিকায় বিশৃঙ্খলা

পরের সংবাদ

শ্রীপুরে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পেল ৬টি অক্সিজেন সিলিন্ডার

প্রকাশিত: আগস্ট ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের তিনটি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে ৬টি অক্সিজেন সিলিন্ডার ও মাস্কসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী তুলে দিয়েছে বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড কর্তৃপক্ষ। গত শনিবার শ্রীপুর প্রেস ক্লাব মাঠে আনুষ্ঠানিকভাবে এসব হস্তান্তর করেন শ্রীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম। বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পক্ষে সংস্থাটির অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট এস এম জাবেদ, নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমেদ, জ্যেষ্ঠ কর্মকর্তা সাইফুর রহমান সুমন, কনিষ্ঠ কর্মকর্তা আশিকুল্লাহ উপস্থিত ছিলেন। অক্সিজেন সিলিন্ডার ছাড়াও হস্তান্তর করা সামগ্রীগুলোর মধ্যে রয়েছে আড়াই হাজার মাস্ক, ৩শ হ্যান্ড গøাভসসহ অন্যান্য চিকিৎসা উপকরণ।
স্বেচ্ছাসেবী তিনটি প্রতিষ্ঠান হলো এসআরটি (স্পেশাল রেসপন্স টিম), শীতল ও প্রশ্বাস।
এ উপলক্ষে শ্রীপুর প্রেস ক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আকন্দের সঞ্চালনায় ও সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট এস এম জাবেদ, দ্য ডেইলি স্টারের সাংবাদিক প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়