শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি : চলতি সপ্তাহেই শতভাগ শিক্ষক টিকার আওতায়

আগের সংবাদ

উৎসবের গণটিকায় বিশৃঙ্খলা

পরের সংবাদ

পাবনা হাসপাতালে চালু হলো সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা

প্রকাশিত: আগস্ট ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

পাবনা প্রতিনিধি : পাবনা জেনারেল হাসপাতালে চালু হলো বহু প্রতীক্ষিত সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। গত শনিবার হাসপাতাল চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এ সময় আরো উপস্থিত ছিলেন- পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. কে এম আবু জাফর, পাবনা প্রেস ক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, ডা. সালেহ মোহম্মদ আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক জাহেদী হাসান রুমীসহ অনেকে।
উল্লেখ্য, এত দিন পাবনা জেনারেল হাসপাতালে সব ধরনের সুযোগ থাকা সত্ত্বেও আইসিইউ সেবা পাচ্ছিলেন না রোগীরা। এখন যে কোনো মুমূর্ষু রোগী আইসিইউ, ভেন্টিলেটর, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার মাধ্যমে উচ্চ প্রবাহের অক্সিজেন সেবা পাবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়