পরীমনরি ঘনষ্ঠি কে এই কবীর

আগের সংবাদ

তালিকায় হাইপ্রোফাইলদের নাম

পরের সংবাদ

রাজনৈতিক দলে নারী নেতৃত্ব : ৩১ ডিসেম্বরের মধ্যে জানাতে হবে অগ্রগতি

প্রকাশিত: আগস্ট ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারীপদ পূরণে যে প্রতিশ্রæতি দিয়েছিল তার অগ্রগতি জানাতে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২০ সালের মধ্যে এ প্রতিশ্রæতি পূরণের কথা ছিল। কিন্তু কোনো দল তা পূরণ করতে পারেনি।
গতকাল শনিবার ইসির সিনিয়র সহকারী সচিব রওশন আরা জানান, করোনা পরিস্থিতির অবনতির কারণে দলগুলোকে নারীপদ পূরণের অগ্রগতি জানানোর সময় আরো বাড়ানো হয়েছে। এক্ষেত্রে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে কমিশন।
দশম সংসদ নির্বাচনের আগে দলগুলোকে নিবন্ধনের আওতায় আনে কমিশন। সে সময় ২০২০ সালের মধ্যে সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারীপদ পূরণের শর্ত মেনে নিয়েছিল দলগুলো। কিন্তু এখনো পর্যন্ত দলগুলো সে প্রতিশ্রæতি পূরণ করতে পারেনি। অনেক দল ইতোমধ্যে আরো সময় বাড়ানোর প্রস্তাব করেছে। আওয়ামী লীগ সময় চেয়েছে আরো পাঁচ বছর। তবে কমিশন রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন করে আরো ১০ বছর বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
বাস্তবতার আলোকে এ সিদ্ধান্তের দিকে যাচ্ছে কমিশন। তাদের যুক্তি যেহেতু এ শর্ত মানার ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি তাই সময় বাড়ানো উচিত। সে কারণে ডিসেম্বর পর্যন্ত আপাতত সময় বাড়াল ইসি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়