পরীমনরি ঘনষ্ঠি কে এই কবীর

আগের সংবাদ

তালিকায় হাইপ্রোফাইলদের নাম

পরের সংবাদ

বেনাপোল বন্দর : বাংলাদেশে পৌঁছল ভারতের আরো ৩০ অ্যাম্বুলেন্স

প্রকাশিত: আগস্ট ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বেনাপোল (যশোর) প্রতিনিধি : ভারত সরকারের প্রতিশ্রæত উপহারের আরো ৩০টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে এসেছে। গতকাল শনিবার সকাল ১০টায় ভেন্টিলেশন সুবিধাযুক্ত ১০৯টি অ্যাম্বুলেন্স উপহারের ধারাবাহিকতায় দ্বিতীয় চালানের এই ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। কাস্টমসের ছাড়পত্র শেষে এগুলো ঢাকার উদ্দেশে রওনা হবে।
চলতি বছরের ২৬-২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকালে স্বাস্থ্যসেবা উন্নয়ন ও কোভিড-১৯ মহামারি মোকাবিলায় যৌথ উদ্যোগে বাংলাদেশ সরকারকে লাইফ সাপোর্টযুক্ত ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেয়ার প্রতিশ্রতি দেন। যার প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স তিনি বাংলাদেশ সফরের আগেই মার্চ মাসের ২১ তারিখে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় চালানের আরো ৩০টি লাইফ সাপোর্টযুক্ত অ্যাম্বুলেন্স যুক্ত হলো। এ নিয়ে ভারত সরকারের দেয়া ১০৯টি অ্যাম্বুলেন্সের মধ্যে ৩১টি অ্যাম্বুলেন্স পেল বাংলাদেশ। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে পর্যায়ক্রমে পৌঁছাবে বলে জানা গেছে।
অ্যাম্বুলেন্সগুলো ছাড়পত্রের কাজে নিয়োজিত সিএন্ডএফ এজেন্টস উত্তরা মটরর্সের প্রতিনিধি মেহেদী হাসান জানান, উপহারের ৩০টি অ্যাম্বুলেন্সের কাগজপত্র বেনাপোল কাস্টমসে জমা দেয়া হয়েছে।
বেনাপোল কাস্টম হাউসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, ভারত সরকারের দেয়া উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে এসেছে। খুব তাড়াতাড়ি কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করা হবে।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আতিকুর রহমান বলেন, ভারত সরকারের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স বন্দর অভ্যন্তরে রাখা হয়েছে। দ্রুত কাস্টমসের প্রক্রিয়া শেষে ঢাকার উদ্দেশে পাঠানো হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়