জন্মদিন : প্রমথ চৌধুরীর সাহিত্যচিন্তা

আগের সংবাদ

বঙ্গবন্ধুর চোখে বঙ্গমাতা

পরের সংবাদ

২৪ ঘণ্টায় ২৪৮: করোনায় মৃত্যু ছাড়াল ২২ হাজার

প্রকাশিত: আগস্ট ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতবিদেক : করোনায় আক্রান্ত হয়ে মৃতরে তালকিায় গত ২৪ ঘণ্টায় যুক্ত হয়ছেে আরো ২৪৮ জনরে নাম। এ নয়িে সরকারি হসিাব অনুযায়ী দশেে এ র্পযন্ত করোনায় মৃতরে সংখ্যা ২২ হাজার ১৫০ জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ৮২২ এবং নারী ৭ হাজার ৩২৮ জন। গতকাল শুক্রবার এক বজ্ঞিপ্ততিে এ তথ্য জানয়িছেে স্বাস্থ্য অধদিপ্তর।
বজ্ঞিপ্তরি তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ১৫টি নমুনা পরীক্ষা হয়ছে।ে রোগী শনাক্ত হয়ছেনে ১২ হাজার ৬০৬ জন। সুস্থ হয়ছেনে ১৫ হাজার ৪৯৪ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তরে হার ২৬ দশমকি ২৫ শতাংশ। এ র্পযন্ত শনাক্তরে হার ১৬ দশমকি ৬০ শতাংশ। সুস্থতার হার ৮৭ দশমকি ৮১ শতাংশ আর মৃত্যুহার ১ দশমকি ৬৬ শতাংশ।
সরকারি হসিাব অনুযায়ী, দশেে এ র্পযন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়ছেে ৮০ লাখ ৪৩ হাজার ৬৯৩ট।ি রোগী শনাক্ত হয়ছেনে ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জন। সুস্থ হয়ছেনে ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত ২৪৮ জনরে মধ্যে পুরুষ ১৩৮ জন আর নারী ১১০ জন। সরকারি হাসপাতালে ২০৯ জন, বসেরকারি হাসপাতালে ৩৩ জন আর বাড়তিে ৬ জনরে মৃত্যু হয়ছে।ে বয়স ববিচেনায় ষার্টোধ্ব ১২৮ জন, পঞ্চার্শোধ্ব ৬২, চল্লশর্িোধ ৩২, ত্রশর্িোধ্ব ১৯ এবং বশর্িোধ্ব ৭ জন।
বভিাগ ববিচেনায় মৃতদরে মধ্যে ঢাকা বভিাগে ৬৯, চট্টগ্রামে ৭৫, রাজশাহীতে ১৬, খুলনায় ৩৬, বরশিালে ২০, সলিটেে ১৬, রংপুরে ৮ এবং ময়মনসংিহ বভিাগে ৮ জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়