জন্মদিন : প্রমথ চৌধুরীর সাহিত্যচিন্তা

আগের সংবাদ

বঙ্গবন্ধুর চোখে বঙ্গমাতা

পরের সংবাদ

পরীমনি-রাজের মামলার তদন্ত সিআইডিতে

প্রকাশিত: আগস্ট ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৭, ২০২১ , ৩:০২ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : চিত্রনায়িকা পরীমনি, প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে হওয়া মামলার তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে। এসব ছাড়াও মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের বিরুদ্ধে হওয়া মামলাও সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ আজাদ রহমান ভোরের কাগজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
সিআইডিতে স্থানান্তরিত সাত মামলার মধ্যে রয়েছে- মডেল ফারিয়া মাহাবুব পিয়াসার ৩টি, সাদিয়া ইসলাম মৌয়ের একটি, হেলেনার পল্লবী থানার মামলা, চিত্রনায়িকা পরীমনির একটি, প্রযোজক নজরুল ইসলাম রাজের একটি।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ আজাদ রহমান জানান, পুলিশ সদর দপ্তরের এক নির্দেশনায় সাতটি মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এখন থেকে এই মামলাগুলো সিআইডি ঢাকা মেট্রো পশ্চিম ও উত্তর শাখা তদন্ত করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়