জন্মদিন : প্রমথ চৌধুরীর সাহিত্যচিন্তা

আগের সংবাদ

বঙ্গবন্ধুর চোখে বঙ্গমাতা

পরের সংবাদ

টুকরো খবর

প্রকাশিত: আগস্ট ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ছেলের কারাদণ্ড

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : উপজেলার বানারহাওলা গ্রামের বৃদ্ধ মাকে মারধর করার অপরাধে মাদকাসক্ত ছেলে শামীমকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা। গত বৃহস্পতিবার দুপুরে কারাদণ্ড দেয়া হয়। কাপাসিয়া থানার এসআই ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। পরে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠায়।

মশক নিধন

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ভেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে নড়াইল পৌরসভার পক্ষ থেকে মশক নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার নড়াইল পৌরসভার আয়োজনে নড়াইল পুলিশ লাইন্সে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহম্মদ হাবিবুর রহমান। নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রিয়াজুল ইসলাম, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. মাহ্বুব আলম, পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক, পৌরসভার সচিব ওহাবুল আলম, সহকারী প্রকৌশলী মো. সুজন আলী, মো. মেহেদী হাসান, কাউন্সিলর মো. তুফান আহম্মেদ, মো. রাজু শেখ এ সময় উপস্থিত ছিলেন।

দুর্ঘটনায় নিহত

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি : কচুয়ার সাচার গৌরীপুর সড়কের চেলাকান্দা এলাকায় গত বৃহস্পতিবার রাতে অতিবৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে পড়ে চালক ও শিশুসহ ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- গাড়িচালক মাজহারুল হক ও শিশু শাকিল হোসেন। তারা ল²ীপুর জেলার রাধাপুর এলাকার বাসিন্দা। এ সময় আরো ৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বর্ধিত সভা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : মঠবাড়িয়ায় আওয়ামী যুবলীগ মঠবাড়িয়া উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পৌর শহরের ব্যাংকপাড়া দলীয় কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগ সভাপতি আবু হানিফ খান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়