৯৯৯-এ কলে ৮ কেজি গাঁজা উদ্ধার

আগের সংবাদ

রবীন্দ্রনাথ ও বাঁশির চিত্রকল্প

পরের সংবাদ

হেসেখেলে দ্বিতীয় ম্যাচও জিতল বাংলাদেশ : ম্যাচসেরা আফিফ হোসেন >> রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: আগস্ট ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঘরের মাঠে টাইগাররা যে ভয়ংকর তা গতকাল ফের জানল ক্রিকেটবিশ্ব। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল হেসেখেলে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। এর আগে মঙ্গলবার প্রথম ম্যাচে ২৩ রানে জিতেছিল মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী। গতকাল অজিদের হারানোর মধ্য দিয়ে ঘরের মাটিতে এটি টাইগারদের টানা ষষ্ঠ জয়। ২০১৯ সালের পর টি-টোয়েন্টিতে নিজ দেশে এখনো কোনো টি-টোয়েন্টি ম্যাচে হারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ঘরের মাটিতে যা বাংলাদেশের টানা অপরাজিত থাকার নতুন রেকর্ড। গতকাল টাইগারদের জয়ে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল বুধবার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথু ওয়েড। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ১২২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ১৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে জয়ের বন্দরে নোঙর করে টাইগাররা। গতকাল বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। উদ্বোধনী জুটিতে নাইম শেখ এবং সৌম্য সরকার ৯ রান তোলেন। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান সৌম্য। এরপর সাকিব আল হাসান ১৭ বলে ২৬ রান করে এন্ড্রু টাইয়ের বলে আউট হন। মাহেদী হাসান ২৪ বল মোকাবিলা করে ২৩ রান করেন। এরপর সোহান এবং আফিফ জুটি গড়ে বাংলাদেশের জয়ে অগ্রণী ভূমিকা রাখেন। ষষ্ঠ উইকেট জুটিতে সোহান এবং আফিফ ৪৭ বলে ৫৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। নুরুল হাসান সোহান ২১ বলে ২২ রানে এবং আফিফ হোসেন ৩১ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। ৫ চার এবং এক ছক্কার সাহায্যে ৩৭ রানে অপরাজিত থাকা আফিফ হোসেন ম্যাচসেরার পুরস্কার জিতেছেন।
বাংলাদেশের বিপক্ষে পরশু প্রথম টি-টোয়েন্টিতে ২৩ রানের হারের পর রাতে ভালো ঘুম হয়নি অস্ট্রেলিয়ানদের। আর হবে বা কেমনে? টাইগারদের স্বল্প পুঁজির বিপক্ষে মাত্র ১০৮ রানে গুঁড়িয়ে গিয়েছিল। সিরিজে সমতা আনতে গতকাল দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিংই বেছে নেয় অস্ট্রেলিয়া। টাইগার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ১২১ রানে গুটিয়ে যায় অজিদের ইনিংস। টস জিতে গতকাল বেশ দেখেশুনে শুরু করেন তাদের দুই ওপেনার অ্যালেক্স ক্যারি আর গেøন ফিলিপে। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এবারো স্পিন দিয়ে বোলিং শুরু করে বাংলাদেশ। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আক্রমণে নিয়ে আসেন মাহেদী হাসানকে। টাইগার অফস্পিনারের প্রথম ওভার থেকে মাত্র ১ রান তুলতে পারে অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ওভারেই নাসুম আহমেদের ওপর চড়াও হন ক্যারি, জোড়া বাউন্ডারি হাঁকান। তবে পরের

ওভারে এসে এই ওপেনারকে সাজঘরের পথ দেখিয়েছেন মাহেদী। ওভারের তৃতীয় বলে ঘূর্ণি বুঝতে না পেরে ক্যারি (১১ বলে ১১) তুলে দেন মিড অফে। নাসুম নেন সহজ ক্যাচ। ১৩ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। মার্শ-হ্যানরিকস জুটি অস্বস্তিতে ফেলেছিল বাংলাদেশকে। ঠিক তখনই ত্রাতা হয়ে আসেন সাকিব আল হাসান। ৩০ রান করা হ্যানরিকসকে বোল্ড করে ফেরালেন সাজঘরে। ১৫তম ওভারের দ্বিতীয় বলে স্লগ সুইপ খেলতে চেয়েছিলেন হ্যানরিকস, বল ব্যাট মিস করে তার শরীর স্পর্শ করে ভেঙে দেয় স্ট্যাম্প। ৩টি চার ও ১টি ছয়ে ২৫ বলে ৩০ রান করে হ্যানরিকস।
মোস্তাফিজের স্লোয়ারে বোল্ড হয়ে ফিরলেন জস ফিলিপে। বুঝতেই পারেননি ফিলিপে। খেলতে চেয়েছিলেন লেগ সাইডে কিন্তু ব্যাটে-বল এক করতে পারেননি। দ্য ফিজের স্লোয়ার ভেঙে দেয় ফিলিপের লেগ স্ট্যাম্প। ১৪ বলে ১০ রান করেন ফিলিপে। এরপর বিপজ্জনক হয়ে ওঠা মার্শকে সাজঘরে ফেরান শরিফুল ইসলাম। ৪২ বলে ৪৫ রান করে আউট হন মার্শ। অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথু ওয়েডকে বোল্ড করে ম্যাচে টাইগারদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন কাটার মাস্টার মোস্তাফিজ। ম্যাথু ওয়েডকে আউটের পর অ্যাশটন অ্যাগারকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন মোস্তাফিজ। টাইগার বোলারদের মধ্যে মোস্তাফিজ ৩টি এবং শরিফুল ইসলাম ২ উইকেট লাভ করেন। অজিদের অপর দুই উইকেট ভাগাভাগি করে নেন সাকিব এবং মাহাদী হাসান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়