ডিএনসিসি মেয়র আতিক : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন করতে পারছি না

আগের সংবাদ

বেহাল রেলের মেগা প্রকল্প : খুলনা-মোংলা রেল প্রকল্পের কাজ কবে শেষ হবে কেউ জানে না

পরের সংবাদ

সেই ঝুমন দাসের এবারো জামিন হয়নি

প্রকাশিত: আগস্ট ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ফেসবুকে হেফাজতের নেতা মামুনুল হকের সমালোচনা করে গ্রেপ্তার ঝুমন দাস আপনের এবারো জামিন হয়নি। এ নিয়ে পাঁচবার সুনামগঞ্জের শাল্লার এই যুবকের জামিন আবেদন নাকচ হলো। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার গতকাল মঙ্গলবার সকালে তার জামিন আবেদন নাকচ করে দেন।
শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী সামসুল আবেদিন আপত্তি জানান। তিনি বলেন, উচ্চ আদালত থেকে জামিন নাকচ হয়েছে। তাই এই আদালতে জামিন দেয়া ঠিক হবে না। যেহেতু মামলাটি জামিন অযোগ্য ধারায় এবং এখনো তদন্তাধীন, সেহেতু আমি জামিন আবেদনের বিরোধিতা করেছি।
উল্লেখ্য, ২২ মার্চ ঝুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল করিম।
অন্যদিকে গতকাল ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে অন্যের এমন ‘একটি সাম্প্রদায়িক পোস্ট’ (সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শওকত জামানের ভাষ্যে) ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করার অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন সোনালী ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মনোতোষ সরকার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়