ডিএনসিসি মেয়র আতিক : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন করতে পারছি না

আগের সংবাদ

বেহাল রেলের মেগা প্রকল্প : খুলনা-মোংলা রেল প্রকল্পের কাজ কবে শেষ হবে কেউ জানে না

পরের সংবাদ

রুহিয়ায় হঠাৎ সারের দাম বাড়ায় বিপাকে কৃষক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি : চলতি আমন মৌসুমে রুহিয়ায় বেশি দামে সার বিক্রয়ের অভিযোগ উঠেছে। ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ৫০ কেজি বস্তায় দাম বেড়েছে ২৫০ টাকা থেকে ২৮০ টাকা পর্যন্ত। পাশাপাশি অন্যান্য সারের দাম বেড়েছে বস্তাপ্রতি ৪০-৫০ টাকা। কৃষকদের দাবি অধিক মুনাফা লাভের আশায় ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখাচ্ছেন। অপরদিকে ব্যবসায়ীরা বিষয়টা অস্বীকার করে জানান, ঈদের ছুটিতে সার আমদানি নেই।
সরেজমিন রুহিয়া থানাধীন বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, কৃষক আমন ধান রোপণ শেষে আগাছা নাশকের পাশাপাশি সার প্রয়োগ করছেন। কেউবা আবার সারের দাম হ্রাসের অপেক্ষার প্রহর গুনছেন। আবার অনেকই বলছেন সার কিনতে গেলে ডিলার ও খুচরা বিক্রেতারা সারের সংকটের কথা বলছেন। কৃষক আবুল কাসেম জানান, চলতি মৌসুমে ১ একর জমিতে ধান চাষ করেছি। টিএসপি সারের দাম বেশি থাকায় ধানের জমিতে চাহিদামাফিক সার প্রয়োগ করতে পারিনি।
আব্দুল মান্নান নামে আরেক কৃষক জানান, দুদিন আগত ৭ একর জমির তানে মুই সার কিনছু (ক্রয় করেছি)। ব্যবসায়ীরা কহেচে সারের ঘাটতি। যার তানে প্রতিটা টিএসপি সারের বস্তায় ২৬০ টাকা বেশি ডামে কিনছু। নাম প্রকাশের অনিচ্ছুক কয়েক জন কৃষক বলছেন, বাজারে সার কিনতে গেলে সার ডিলার ও খুচরা বিক্রেতারা সারের সংকটের কথা বলেন। দোকানে মূল্য তালিকা টাঙিয়ে রাখা দামে সার ক্রয় করতে চাইলে বা রশিদ চাইলে সার নেই বলছেন ব্যবসায়ীরা। তবে তাদের প্রতি বস্তায় বেশি দাম দিলেই সার বের করে দিচ্ছেন।
রুহিয়ার বিসিআইসির সার ডিলার পুরুষোত্তম আগরওয়াল জানান, গোডাউনে ইউরিয়া সার ব্যতীত কোনো সার নেই। আমারা চাহিদামাফিক টিএসপি সার পাচ্ছি না।
আমাদের দুয়েক দিনের মধ্যে সার আসবে তারপরে পাবেন। কৃষককে বাইরের কোনো দোকানে সারের দাম নিয়ে প্রতারিত না হয়ে সরাসরি আমার গোডাউনে এসে সার ক্রয়ের আহ্বান জানাচ্ছি।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ রায় বলেন, টিএসপি সার মজুত রয়েছে, মাঝখানটায় কয়েকটা দিন ঈদের ছুটির জন্য একটু সমস্যা হয়েছিল। আমরা টিএসপি সারের পরিবর্তে ডিএপি সার ব্যবহারের পরামর্শ প্রদান করতেছি। রুহিয়ায় কেউ বেশি দামে সার বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়