শিগগিরই প্রয়োগ শুরু : আরো ৭ লাখ ৮১ হাজার টিকা এলো জাপান থেকে

আগের সংবাদ

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ ২ : সশস্ত্র আরসা ও আরএসও আধিপত্যের দ্বন্দ্ব প্রকাশ্যে

পরের সংবাদ

শেরপুরে ১০ টন অবৈধ পলিথিন ও ট্রাক জব্দ

প্রকাশিত: আগস্ট ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

শেরপুর প্রতিনিধি : শেরপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের অভিযানে ১০ টন অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিনসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। গত শনিবার শেরপুর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জোড়া পাম্প এলাকা থেকে এনএসআই কর্মকর্তারা পলিথিন বোঝাই ওই ট্রাকটি আটক করেন। এ সময় ট্রাকচালক বাবুল মিয়াকে (৪০) আটক করা হয়। জব্দকৃত পলিথিনের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা। জানা গেছে, রাজধানী ঢাকার লালবাগ থেকে ট্রাক বোঝাই নিষিদ্ধ পলিথিনগুলো শেরপুরে আনা হচ্ছিল। এ সময় দুপুর ১২টার দিকে সদর উপজেলার ভাতশালা এলাকায় অভিযান চালায় এনএসআই কর্মকর্তারা। পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিএম সাদিক আল শাফিন ও আসিফ রহমান ট্রাকটি জব্দ করেন। অভিযানকালে অন্যদের মধ্যে এনএসআই শেরপুরের উপপরিচালক মো. গোলাম কিবরিয়া, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পারভেজ আহম্মেদ, পরিদর্শক নয়ন কুমার রায়, সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে শেরপুর সদর থানার ওসি মনসুর আহাম্মেদ বলেন, জব্দকৃত পলিথিন ও ট্রাকসহ আটক চালককে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়