শিগগিরই প্রয়োগ শুরু : আরো ৭ লাখ ৮১ হাজার টিকা এলো জাপান থেকে

আগের সংবাদ

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ ২ : সশস্ত্র আরসা ও আরএসও আধিপত্যের দ্বন্দ্ব প্রকাশ্যে

পরের সংবাদ

মদনে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: আগস্ট ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : মদনের পল্লীতে জমির আইল নিয়ে দুপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল রবিবার উপজেলার কাইটাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে নবাব হোসেন, সেলিম মিয়া, হেলিম মিয়া, অলিউল্লাহ, আলিম মিয়া, ডালিম মিয়া, মান্নান মিয়া, হান্নান মিয়া, আলম মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলার কাইটাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মানিক মিয়ার ভাই মান্নান মিয়া জমির আইল বাঁধতে গেলে নবাব মিয়ার ছেলে ডালিম মিয়া বাধা দিলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে মানিক মিয়ার লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নবাব মিয়ার বাড়িতে হামলা চালালে দুপক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হন। মদন থানার ওসি ফেরদৌস আলম জানান, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়