শিগগিরই প্রয়োগ শুরু : আরো ৭ লাখ ৮১ হাজার টিকা এলো জাপান থেকে

আগের সংবাদ

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ ২ : সশস্ত্র আরসা ও আরএসও আধিপত্যের দ্বন্দ্ব প্রকাশ্যে

পরের সংবাদ

পদ্মার ভাঙনরোধে ফেলা হচ্ছে বালুভর্তি জিও ব্যাগ

প্রকাশিত: আগস্ট ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পদ্মা ভাঙনরোধে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। গতকাল রবিবার উপজেলার হাসাইল-বানারী ইউনিয়নের পূর্ব হাসাইল গ্রামে ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। শুক্রবার আকস্মিক ভয়াবহ ভাঙন দেখা দেয় পূর্ব হাসাইল গ্রামে। এতে নিমিষেই বিলীন হয়ে যায় জিয়াসমিনের একটি ঘর, খোরশেদ হোসেনের দুটি ঘর, নুর মোহাম্মদের দুটি ঘর ও আলম শেখের তিনটি ঘর। স্থানীয় বাসিন্দা আলম জানান, প্রতি বছরই ভাঙনের কবলে নিঃস্ব^ হয় শত শত পরিবার। একদিকে জিও ব্যাগ ফেলা হয়। অপরদিকে রাতের আঁধারে অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করা হয়। এভাবে আর কত দিন চলবে। আমরা এ ভাঙনরোধের স্থায়ী সমাধান চাই। একই সঙ্গে নদী থেকে অবৈধ ড্রেজার উচ্ছেদ করে মালিকদের শাস্তি চাই। মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমীন এমিলি জানান, মুঠো ফোনে পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন জানান, পানি উন্নয়ন বোর্ড থেকে ১ হাজার ৩০০ জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়