শিগগিরই প্রয়োগ শুরু : আরো ৭ লাখ ৮১ হাজার টিকা এলো জাপান থেকে

আগের সংবাদ

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ ২ : সশস্ত্র আরসা ও আরএসও আধিপত্যের দ্বন্দ্ব প্রকাশ্যে

পরের সংবাদ

ইন্সপেক্টর পরিচয়ে পুলিশের সঙ্গে প্রতারণা অবশেষে গ্রেপ্তার

প্রকাশিত: আগস্ট ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রাজশাহী : পুলিশ হেড কোয়ার্টার্সের সংস্থাপন শাখার ইন্সপেক্টর পরিচয়ে পুলিশ সদস্যদের সঙ্গে প্রতারণার ঘটনায় আল আমিন (৩৭) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে রাজশাহীর গোয়েন্দা পুলিশ। গত শনিবার ওই প্রতারককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আল আমিন দিনাজপুরের বিরামপুর উপজেলার চাঁদপুর এলাকার আপেল মাহমুদের ছেলে। প্রায় ২০ দিনের প্রচেষ্টায় শুক্রবার দিনাজপুর জেলার বিরামপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ২০১৫ সাল থেকে প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আল আমিন। সে নিজেকে পুলিশ ইন্সপেক্টর পরিচয়ে ডিপার্টমেন্টের বিভিন্ন ইউনিটের অসংখ্য পুলিশ সদস্যের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। মূলত, সে মুঠোফোনে কল করে পুলিশ সদস্যদের বদলি ঠেকানোর ভুয়া কথা বলে টাকা আদায় করত। পুলিশ আরো জানায়, সর্বশেষ সে রাজশাহী জেলা পুলিশের এক সদস্যকে পুলিশ হেড কোয়ার্টার্সের ইন্সপেক্টর সালাম পরিচয়ে ফোন করে বলে, ‘আপনার নাম পার্বত্য জেলার জন্য নমিনেশন দেয়া হয়েছে। ঠেকাতে চাইলে যোগাযোগ করেন।’ পরে ওই পুলিশ সদস্য বিষয়টি জেলা পুলিশের আরওআই নিরঞ্জন ঘোষকে জানালে তিনি ঘটনাটি পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনকে অবগত করেন। পরে এসপি বিষয়টি উদ্ঘাটনের জন্য রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তীকে নির্দেশ দেন। এরপরই কাজ শুরু করে গোয়েন্দা পুলিশ এবং ২০ দিনের প্রচেষ্টায় শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ইফতেখায়ের আলম ভোরের কাগজকে বলেন, প্রতারক আল আমিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সে এভাবে প্রতারণা করেই চলত। তার কাছ থেকে বিভিন্ন নামে নিবন্ধন করা বিকাশ এবং নগদের কয়েকটি সিম পাওয়া গেছে। এ ব্যাপারে জেলার মোহনপুর থানায় একটি মামলা হয়েছে তার বিরুদ্ধে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়