হেফাজতের সহিংসতা : এজাহারনামীয় এক আসামি গ্রেপ্তার

আগের সংবাদ

বোল্টের সিংহাসনে বসলেন জ্যাকবস

পরের সংবাদ

মো. আইয়ুব হোসেন : নাপাই সর্দিজ¦রের একমাত্র ওষুধ নয়

প্রকাশিত: আগস্ট ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক ও মুখপাত্র মো. আইয়ুব হোসেন বলেছেন, সর্দিজ¦র, মাথাব্যথার ক্ষেত্রে নাপা একমাত্র ওষুধ নয়। অন্য ওষুধও আছে। একমাত্র নাপা উৎপাদনকারী প্রতিষ্ঠান দিয়ে পুরো দেশ চলবে না। এ জাতীয় ওষুধ আরো অনেক প্রতিষ্ঠান উৎপাদন করে। গতকাল শনিবার ভোরের কাগজকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নাপা, প্যারাসিটামলসহ এ জাতীয় ওষুধের চাহিদা বেড়েছে। তবে এসব ওষুধ বাজারে পাওয়া যাচ্ছে না- এমন অভিযোগ আমাদের কাছে নেই। এ নিয়ে কেউ কোনো লিখিত অভিযোগও করেনি। অভিযোগ পেলে সরবরাহ বাড়ানোর ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, প্যারাসিটামল জাতীয় ওষুধের অন্যান্য প্রতিষ্ঠানকেও উৎপাদন বাড়ানোর কথা বলেছি। চাহিদা বাড়ায় বিদেশ থেকে প্যারাসিটামল তৈরির কাঁচামাল আরো বেশি করে আনার অনুমতি দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়