হেফাজতের সহিংসতা : এজাহারনামীয় এক আসামি গ্রেপ্তার

আগের সংবাদ

বোল্টের সিংহাসনে বসলেন জ্যাকবস

পরের সংবাদ

ডা. আবুল কালাম আজাদ : সরকারকে এখনই নজর দিতে হবে

প্রকাশিত: আগস্ট ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : মেডিসিন বিশেষজ্ঞ ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ ভোরের কাগজকে বলেন, নাপা বা প্যারাসিটামল জাতীয় ওষুধ সহজলভ্য ও সাধারণ হলেও এর উপকারিতা অনেক। এটি স্বল্প মূল্যেও পাওয়া যায়। জ¦র, সর্দি-কাশি, শরীর ব্যথাসহ এ জাতীয় নানা অসুখে এই ওষুধ ব্যবহারের পরামর্শ দেন চিকিৎসকরা। চিকুনগুনিয়া, ডেঙ্গু ও কোভিড-১৯ সংক্রমণের সময় এই জাতীয় ওষুধের চাহিদা বেড়েছে। এখন ঘরে ঘরে সাধারণ জ¦র, সর্দি-কাশি। তাই নাপা, প্যারাসিটামল জাতীয় ওষুধের চাহিদা বেড়েছে। আমি মনে করি, বাজারে যে সংকট তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছে- এর জন্য মধ্যস্বত্ত্বভোগী শ্রেণি দায়ী। কেন না প্রতিটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি ওষুধের প্যাকেটের গায়ে দাম উল্লেখ করে দেয়। খুচরা যারা বিক্রি করছে তারাই দাম বেশি রাখছে। অর্থের জন্য কৃত্রিম সংকট তৈরি করছে। বিপদের সময় সুযোগ নেয়া ঠিক নয়। এক্ষেত্রে এখনই সরকারের নজর দেয়া প্রয়োজন। আবার এমন প্রবণতাও আছে, সংকট তৈরি হয়েছে এমন খবরে অনেকে বাসায় বেশি সংখ্যক ওষুধ কিনে মজুত করছেন। এটিও সঠিক নয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়