মগবাজারে বিস্ফোরণ আরো একজনের মৃত্যু

আগের সংবাদ

রবীন্দ্রনাথের ঋতুর গান ও অন্যান্য

পরের সংবাদ

ইসলামী বিশ্ববিদ্যালয় : ভ্যাকসিন নিবন্ধন নিয়ে জটিলতায় শিক্ষার্থীরা

প্রকাশিত: জুলাই ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ইবি প্রতিনিধি : করোনা ভ্যাকসিন গ্রহণের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের পঞ্চমবারের মতো রেজিস্ট্রেশনের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সুরক্ষা অ্যাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের নম্বরসহ শুধু আবাসিক শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবে বলে জানানো হয়েছে।
তবে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হচ্ছেন শিক্ষার্থীরা।
যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই তারা আবাসিক হওয়া সত্ত্বেও আবেদন করতে পারছেন না। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও প্রতিবাদের ঝড় তুলেছে। এছাড়া অনেক শিক্ষার্থী কর্তৃপক্ষের অবহেলারও অভিযোগ তুলেছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পুনরায় রেজিস্ট্রেশনের বিষয়টি জানানো হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের কোনো সময়সীমা বেঁধে দেয়া হয়নি।
ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মো. জামিনুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভ্যাকসিন গ্রহণের লক্ষ্যে যেসব আবাসিক শিক্ষার্থীর (জাতীয় পরিচয়পত্রসহ) তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেসব শিক্ষার্থী সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের আবাসিক শিক্ষার্থী তাহমিদ হাসান শোভন বলেন, ‘এর আগেও কয়েক ধাপে রেজিস্ট্রেশন করেছি। সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি দেখার পরপরই চেষ্টা করেছি। বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। শুধু রেজিস্ট্রেশনই করে যাচ্ছি। টিকা পাবো কবে?’
দেশরতœ শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থী ফারহানা ঈশিতা বলেন, ‘আমার জাতীয় পরিচয়পত্র নেই। এর আগে প্রথমদিকে নিবন্ধন করতে পারিনি। পরবর্তীতে জন্মসনদ দিয়ে নিবন্ধন করেছিলাম। তবে সুরক্ষা অ্যাপে জন্মসনদের কোনো অপশন নেই। টিকা নেয়ার ইচ্ছা থাকলেও আবেদন করতে পারছি না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাহাদি হাসান বলেন, ‘সুরক্ষা অ্যাপে শুধু আবাসিক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। অনাবাসিকরা বঞ্চিত হচ্ছি। ক্লাস শুরু হলে এক রুমেই ক্লাস করব। এমনকি মেসগুলোতেও হলের চেয়ে বাজে অবস্থা। এতে করে স্বাস্থ্যঝুঁকি থেকেই যাচ্ছে। তাহলে কেন শুধু আবাসিক শিক্ষার্থীদের টিকা দেয়া হবে? আবাসিকদের পাশাপাশি অনাবাসিকদেরও দ্রুত টিকার আওতায় আনা সুব্যবস্থা করা হোক।’

প্রসঙ্গত, ২ মার্চ ইউজিসির নির্দেশনা অনুযায়ী আবাসিক শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন নিশ্চিত করতে তালিকা চেয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ১৪ মার্চ আবাসিক ও অনাবাসিক সবার তালিকা চেয়ে প্রজ্ঞাপন জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে রেজিস্ট্রেশন কম সম্পন্ন হওয়ায় তৃতীয়বার ২৫ মে পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়।
সর্বশেষ চতুর্থবারের মতো ৩০ মে পর্যন্ত রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চারবার সময়সীমা বৃদ্ধি করার পরও টিকা নিতে ৫৭ ভাগ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেনি। বিশ্ববিদ্যালয়ের ১৫ হাজার ৩৮৪ জন শিক্ষার্থীর মধ্যে রেজিস্ট্রেশন করেছে ৬ হাজার ৬০৭ জন শিক্ষার্থী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়