ভারত মহাসাগরীয় অঞ্চলে সাব কমিশন গঠনের প্রস্তাব বাংলাদেশের

আগের সংবাদ

চিকিৎসার ফি নির্ধারণ কতদূর? : বেসরকারি হাসপাতালে সেবা নেন ৮৬ শতাংশ মানুষ, স্বাস্থ্য খাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে

পরের সংবাদ

বকশীগঞ্জ : বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : বকশীগঞ্জে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২২-২০২৩ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নিলু, কৃষি সম্প্রসারণ অফিসার জুবায়ের হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার ফাতেমা তুজ জোহরা, উদ্ভিদ সংরক্ষণ অফিসার আনোয়ার হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন সাকা প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নিলু জানান, উপজেলায় ১ হাজার কৃষককে ৫ কেজি আউশ বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং ১ হাজার ৬০০ জনকে ১ কেজি করে পাটবীজ বিতরণ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়