নায়িকা মাহি ও তার স্বামীর বিরুদ্ধে পুলিশের মামলা

আগের সংবাদ

শিবচরে বাস খাদে, নিহত ১৯ : আন্ডারপাসের দেয়ালে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায় বাসটি > আহত ১৫ জনের ৮ জন ঢামেকে

পরের সংবাদ

মাহিয়া মাহিকে নিয়ে যা বললেন জয়া

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়ার পর ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ক্ষোভ ও নিন্দা জানায় তার ভক্ত ও শুভাকাক্সক্ষীরা। চলচ্চিত্র জগতের কয়েকজনও এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তাদের মধ্যে অন্যতম দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার ভাবনায় প্রাধান্য পেয়েছে মাহির অন্তঃসত্ত্বা অবস্থা।
জয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া স্ট্যাটাসে লিখেছেন, ‘অভিনেত্রী মাহিয়া মাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে। মাত্রই খবরে পড়লাম, পুলিশ তাকে রিমান্ডে আনার আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেননি। মাহি জনপ্রিয় অভিনেত্রী, কিন্তু দেশের সব নাগরিকের মতো তিনিও আইনের অধীন। তবে এই কথাটা বিশেষভাবে মনে রাখা দরকার, তিনি এখন ৯ মাসের অন্তঃসত্ত্বা। তার অভিযোগের তদন্ত চলুক, কিন্তু একজন গর্ভধারিণী মায়ের এবং তার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়।’ মাহি ও তার গর্ভের সন্তানের ব্যাপারে

সংবেদনশীল থাকার অনুরোধ জানিয়ে জয়া আরো লিখেছেন, ‘রিমান্ড মঞ্জুর না করার জন্য বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানাই। পুলিশের কর্মকর্তাদেরও অনুরোধ করব, মা আর অনাগত শিশুর যেন কোনো ক্ষতি না হয়, সে ব্যাপারে সংবেদনশীল থাকবেন।’
প্রসঙ্গত, জয়া আহসান তার স্ট্যাটাসে পুলিশের রিমান্ড আবেদন করার কথা উল্লেখ করলেও আদালত পুলিশের কর্মকর্তা উপকমিশনার আহসানুল হক জানিয়েছেন, মাহিয়া মাহিকে রিমান্ডে নেয়ার কোনো আবেদন ছিল না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়