গাজীপুরে সালনা রিসোর্ট ও পিকনিক স্পট উদ্বোধন

আগের সংবাদ

ব্যবসায়ীদের দাবি : দাম বাড়িয়েও পোষাচ্ছে না

পরের সংবাদ

পাঁচবিবিতে স্মার্টকার্ড ও সনদপত্র পেলেন ১৮৭ মুক্তিযোদ্ধা

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবিতে বীর মুক্তিযোদ্ধাদের স্মার্টকার্ড ও সনদপত্র দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ স্মার্টকার্ড ও সনদপত্র দেয়া হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন। প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেযারম্যান মনিরুল শহীদ মুন্না, সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, থানার ওসি পলাশ চন্দ্র দেব, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির উদ্দিন মণ্ডল প্রমুখ।
শেষে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৮৭ জন মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্টকার্ড ও সনদ বিতরণ করেন প্রধান অতিথি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়