যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি

আগের সংবাদ

সংঘর্ষে চার জেলা রণক্ষেত্র : নারায়ণগঞ্জ মানিকগঞ্জ সিরাজগঞ্জ নেত্রকোনায় বিএনপি-পুলিশ সংঘর্ষ : নিহত ১, আহত দুই শতাধিক

পরের সংবাদ

শিল্পকলার আগস্ট স্মরণ : পর্দা নামল গান ও কথামালায়

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : গান, কবিতা, নৃত্যালেখ্য আর কথামালায় ‘শোক থেকে শক্তির অভ্যুদয়, স্বপ্ন পূরণের দৃঢ় প্রত্যয়’ স্লেøাগানে শোকাবহ আগস্ট স্মরণে মাসব্যাপী অনুষ্ঠানের পর্দা নামল।
গতকাল বুধবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব মো. আবুুল মনসুর।
আলোচনা শেষে সাংস্কৃতিক পরিবেশনার শুরুতে ‘’৭১-এর পট’ শীর্ষক একক পটের গান পরিবেশন করেন শিল্পী নিখিল চন্দ্র দাস।
এ ছাড়া একক গান পরিবেশন করেন আগুন, প্রতীক হাসান, সমরজিৎ রায়, দিনাত জাহান মুন্নি, অনুপমা মুক্তি, তানিয়া নাহিদ। তারা গেয়ে শোনান ‘একাত্তরের মা জননী’, ‘কোথায় তোমার মুক্তি সেনার দল’ ‘বঙ্গবন্ধু মানে শক্তি বঙ্গবন্ধু মানেই মুক্তি’, ‘মা আমার সাধ না মিটিল’, ‘লক্ষ লক্ষ কোটি কোটি সালাম জানাই তোমার প্রতি’, ‘স্বাধীনতা মানে বাঙালির কাছে মুজিবুর রহমান’, ‘তুমি ছিলে বলে তাই’। কবি কামাল চৌধুরীর ‘টুঙ্গিপাড়া গ্রাম’ শীর্ষক আবৃত্তি পরিবেশন করেন কাজী মাহতাব সুমন, ছড়াকার লুৎফর রহমান রিটনের ‘আমাদের ক্ষমা করে দেবেন বঙ্গবন্ধু’ পরিবেশন করেন অদ্বিতীয়া ধর।
লিয়াকত আলী লাকীর ‘এ মাটি নয় জঙ্গিবাদের’ এবং কাজী নজরুল ইসলামের ‘দাও শৌর্য দাও ধৈর্য’ সমবেত শিশুসংগীত পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশুসংগীত দল। লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় সংগীত আয়োজনে ছিলেন ইবনে রাজন, কোরিওগ্রাফিতে ছিলেন ইয়াসমীন আলী।
‘শুকনো পাতার নূপুর পায়ে’, ‘আমরা সুন্দরের অতন্দ্রপ্রহরী’, ‘মানুষ হ মানুষ হ’, ‘বান এসেছে নয়া গাঙে’ শীর্ষক সমবেত নৃত্য পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিশু নৃত্যদল। ‘আমার পরিচয়’, ‘মুক্তিযোদ্ধার বউ’ শীর্ষক নৃত্যালেখ্য পরিবেশন করেছে নৃত্যদল রিদমস। উপস্থাপনায় ছিলেন সাংবাদিক জাহিদ রেজা নূর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়