করোনা পরিস্থিতি : শনাক্ত কমলেও প্রাণহানি কিছুটা বেড়েছে

আগের সংবাদ

আতঙ্কিত চট্টগ্রামের হিন্দু ধর্মাবলম্বীরা : বিভিন্ন স্থানে পূজামণ্ডপ ও মন্দিরে হামলা-ভাঙচুর

পরের সংবাদ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে নানা আয়োজন

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সারাদেশ ডেস্ক : ‘মুজিববর্ষের প্রতিশ্রæতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’ এই প্রতিপাদ্যকে গতকাল বুধবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপণ মহড়ার আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
ক্ষেতলাল (জয়পুরহাট) : সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। মহড়াস্থলে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মণ্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রুহুল আমিন পাপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান, মহিলা-বিষয়ক কর্মকর্তা নওজেশ আরা, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, আব্দুস ছাত্তার, উপজেলা পরিষদের সিএ এস এম শওকত, সাংবাদিক আজিজার রহমান, আখরুজ্জামান তালুকদার প্রমুখ। শেষে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।
বোয়ালমারী (ফরিদপুর) : দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে বোয়ালমারী উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পাণ্ডে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ, ফায়ার সার্ভিসের উপজেলা স্টেশন অফিসার মো. আব্দুল সাত্তার প্রমুখ। শেষে অগ্নি নির্বাপণের মহড়া অনুষ্ঠিত হয়।
চারঘাট (রাজশাহী) : উপজেলা সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরার সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এ এম শামীম আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রানী কৈরি, মেয়র একরামুল হক, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান তাজমিরা খাতুন, ভাইস-চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, সারদা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোজাম্মেল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খন্দকার ফিরোজ আহমেদ প্রমুখ।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) : রাণীশংকৈল কেন্দ্রীয় মাধ্যমিক স্কুল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইএসডিও প্রেমদীপ প্রকল্পের সহায়তায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত হয়। এ উপলক্ষে র‌্যালি শেষে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মীদের মহড়ার মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শেফালি বেগম। ইএসডিও ম্যানেজার খায়রুল আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাব কর্মকর্তা মোনায়েম, প্রেস ক্লাব সাবেক সভাপতি মোবারক আলী প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়