হাসেম ফুডে অগ্নিকাণ্ড : ৩ মাস পর দগ্ধ ছেলের মরদেহ পেলেন বাবা

আগের সংবাদ

রোহিঙ্গাদের অস্ত্র-অর্থের উৎস কী

পরের সংবাদ

জাতীয় কন্যাশিশু দিবসে নানা আয়োজন

প্রকাশিত: অক্টোবর ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সারাদেশ ডেস্ক : ‘আমরা কন্যাশিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্যে গতকাল বৃহস্পতিবার সারাদেশে জাতীয় কন্যাশিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও র?্যালির আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
মাগুরা : শালিখায় উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল হাসান। প্রধান অতিথির বক্তব্য রাখেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মহিলাবিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, পরিসংখ্যন অফিসার নাজমুল হক, একাডেমিক সুপারভাইজার বিপ্লব কুমার রায় প্রমুখ।
গুরুদাসপুর (নাটোর) : উপজেলা মিলনায়তনে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন, মহিলাবিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিলু প্রমুখ।
বকশীগঞ্জ (জামালপুর) : উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি স্নিগ্ধা দাস, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, শিল্প বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, এমদাদুল হক লালন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রি কলের সমন্বয়কারী জোসনা আক্তার।
তারাকান্দা (ময়মনসিংহ) : তারাকান্দা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা ইউএনও মিজাবে রহমতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। তারাকান্দা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার খাতুনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম নয়ন, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়