আশুলিয়ায় ফার্নিচার গুদামে বিস্ফোরণ, দগ্ধ ৩

আগের সংবাদ

বাতাসে আগুনের হলকা!

পরের সংবাদ

শিল্পী পাগল হাসানের মৃত্যু : সুনামগঞ্জে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ২০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের কৃতি সন্তান গীতিকার ও সুরকার সংগীতশিল্পী পাগল হাসানের মরদেহ গত বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সহপাঠী ও সহশিল্পীদের কান্নায় ভারি হয়ে ওঠে সেখানকার বাতাস। বাবার চাকরি সূত্রে সুনামগঞ্জ শহরের হাজিপাড়ায় পাগল হাসানের বেড়ে ওঠা। বিয়েও করেছেন একই পাড়ায়। শহরের বিভিন্ন মঞ্চে গান করেই তার হাতেখড়ি। শৈশব, কৈশোর, যৌবনের বহু বন্ধু-স্বজন রয়েছে শহরের বিভিন্ন পাড়া-মহল্লায়। তার মৃত্যুতে সুনামগঞ্জসহ দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। জেলা শিল্পকলা একাডেমি চত্বরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অপর্ণ করেন জেলা প্রশাসন, পুলিশ সুপার, সুনামগঞ্জ পৌরসভা, জেলা শিল্পকলা একাডেমি, সদর উপজেলা শিল্পকলা একাডেমি, সুনামগঞ্জ কালচারাল ফোরাম, ফ্রেন্ডস টার্গেট ব্যান্ড, স্পন্দন সাংস্কৃতিক সংগঠন, থিয়েটার একুশ, রঙ্গালয় থিয়েটার, স্বপ্নাদর্শ, লোকদল শিল্পীগোষ্ঠী, সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ, পৌর মেয়র নাদের বখত, সাবেক জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. দেবদাস চৌধুরী রঞ্জন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়