আশুলিয়ায় ফার্নিচার গুদামে বিস্ফোরণ, দগ্ধ ৩

আগের সংবাদ

বাতাসে আগুনের হলকা!

পরের সংবাদ

রাউজানে শত বছরের বাঘের মেলা

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ২০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

এম. রমজান আলী রাউজান (চট্টগ্রাম) থেকে : কেউ সেজেছিলেন বাঘ, কেউবা হনুমান, কেউ ভল্লুক আবার কেউ কেউ নানা বন্যপ্রাণী। শিশুসহ সব শ্রেণির মানুষকে মাতিয়ে তোলার জন্যই নানা বন্যপ্রাণীর মুখোশ পরে ঢোল বাজিয়ে দৌড়াদৌড়ি, মাটিতে গড়াগড়ি, নাচানাচি করেছিলেন তারা। দিগি¦দিক ছুটছিল শিশু-কিশোররা। গত বৃহস্পতিবার বিকালে এমন দৃশ্যের দেখা মিলে রাউজানের শত বছরের ঐতিহ্যবাহী মনপোদ্দার স্মৃতিবিজড়িত বাঘের মেলায়। যুগ যুগ ধরে প্রজন্মের পর প্রজন্ম বাংলা নববর্ষের ৫ ও ৬ বৈশাখে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী বাঘের মেলায় এভাবে বন্যপ্রাণী সেজে আনন্দ দেন মানুষকে।
রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে মনপোদ্দার বাড়ি মেলা উদযাপন কমিটির ব্যবস্থাপনায় প্রতিবছরের মতো গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার দুই দিনব্যাপী মেলার আয়োজনকে ঘিরে ছিল উদ্বোধনী অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, বাঘের নৃত্যসহ গ্রাম-বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী সাংস্কৃতির আয়োজন। বাঘের মেলায় পসরা সাজিয়ে বসেন শতাধিক দোকানি। নাগরদোলায় চড়ে আনন্দ উচ্ছ¡াসে মেতে উঠেন শিশু-কিশোররা। মেলায় বিভিন্ন ধর্ম-বর্ণের নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তীব্র দাবদাহের মধ্যে ব্যাপক লোকসমাগমে মুখরিত হয়ে উঠে মেলাঙ্গন। মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শক মাতিয়ে রাখেন স্থানীয় শিল্পী ও বেতার-টেলিভিশন শিল্পীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা উদযাপন পরিষদের সভাপতি বিভাষ ধর। শুভেচ্ছা বক্তব্য রাখেন মনপোদ্দার পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দীপক ধর। মনপোদ্দার পূজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ ধরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আইয়ুব, সাংগঠনিক সম্পাদক ওসমান গণি, আবুল মনছুর খোকন ও জসিম উদ্দিন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপদেষ্টা প্রাক্তন শিক্ষক জহর লাল ধর, মেলা কমিটির সদস্য নেপাল ধর, মিলন ধর, দীপক ধর,পার্থ ধর, তন্ময় ধর ও রুদ্র ধর। এ সময় উপস্থিত ছিলেন মনপোদ্দার বাড়ি মেলা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, পূজা উদযাপন পরিষদের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উল্লেখ্য, রাউজানের ঐতিহ্যবাহী এই বাঘের মেলায় শত বছর আগে বাঘ, ভল্লুক, হনুমানসহ নানা প্রজাতির বণ্যপ্রাণী দ্বারা মানুষকে আনন্দ দেয়া হতো। বন্যপ্রাণী দেখতে মেলায় ভিড় করতেন দূর-দূরান্ত থেকে আসা নারী-পুরুষরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়