রাজধানীতে ছাদ থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

আগের সংবাদ

গরমে বিপর্যস্ত জনজীবন

পরের সংবাদ

পুরস্কার ও সনদ পেলেন ৪৭ খামারি : গাবতলী

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

মুহাম্মাদ আবু মুসা, গাবতলী (বগুড়া) থেকে : গাবতলীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে ৪৭ খামারিকে পুরস্কার ও সনদ দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার সকালে বেলুন ও কবুতর উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা। বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যাপক ডা. মোস্তফা আলম নাননু। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আনিছুর রহমান, জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেনজির আহমেদ। উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শাহিনুর রহমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, গাবতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ ও খামারি মিল্টন হোসাইন। উদ্বোধনের পর প্রদর্শনীর স্থানগুলো ঘুরে দেখেন ইউএনও নুসরাত জাহান বন্যাসহ অতিথিরা। শেষে সমাপনী অনুষ্ঠানে ৪৭ খামারি মালিকদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যাপক ডা. মোস্তফা আলম নাননু।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়