গ্রামীণ ব্যাংকের ৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা : অর্থ আত্মসাৎ

আগের সংবাদ

মন্ত্রী-এমপির হস্তক্ষেপে লাগাম

পরের সংবাদ

শান্তিগঞ্জে এম এ মান্নান : সরকারের প্রধান দৃষ্টি কৃষির দিকে

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সাবেক পরিকল্পনামন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ এমএ মান্নান এমপি বলেছেন, সরকারের প্রধান দৃষ্টি কৃষির দিকে। কারণ কৃষি বিভাগ অত্যন্ত জরুরি। আমাদের পুঁজি হলো কৃষি। আমরা যতই কাপড় রপ্তানি করি, বিদেশে গিয়ে টাকা কামাই। নানা ধরনের ব্যবসা-বাণিজ্য করে আমদের আয় বাড়ছে। কিন্তু আমাদের মূল পুঁজি হলো কৃষি। অবিশ্বাস্য ব্যাপার দুনিয়ার কাছে বাংলাদেশ এখন নিজেই নিজের খাবার উৎপাদন করতে পারে। বাঙালিরা আমরা পরিশ্রম করে আমাদের বৈজ্ঞানিকদের কাজের ফলে নানা পদক্ষেপ প্রয়োগ করে প্রচুর পরিমাণ ধান উৎপাদন করি, যা এক সময় অচিন্তনীয় ব্যাপার ছিল। গতকাল বুধবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনার আওতায় ১১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনার মতো জনদরদি আর কেউ নেই। তিনি গ্রামের মানুষকে যেভাবে মূল্যায়ন করেন আর কেউ এভাবে করতে পারেনি। তিনি চান গ্রামের মানুষ জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাক। গ্রামকে শহরে রূপান্তর করতে কাজ করছি আমরা। তার নেতৃত্বে আমরা সুনামগঞ্জে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। আরো হবে, মানুষের কল্যাণে যা করা দরকার আমরা সব করব। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খানসহ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়