বেড়ানোর বাহানায় ইয়াবা পাচার, গ্রেপ্তার দুই

আগের সংবাদ

মহাসড়ক যেন মরণফাঁদ

পরের সংবাদ

ফুলবাড়ীতে বিদ্যুৎ বিল বিতরণে অনিয়ম!

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : ফুলবাড়ীতে আবাসিক বিদ্যুতের বিল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিল বিতরণকারীদের দায়িত্ব অবহেলার কারণে সময়মতো বিদ্যুৎ বিল গ্রাহকের কাছে পৌঁছাচ্ছে না। ফলে পরের মাসে জরিমানাসহ বিদ্যুৎ বিল পরিশোধ করা হচ্ছে বলে অভিযোগ করেন অনেকেই। মধ্য গৌরীপাড়া গ্রামের মোরসালিন ইসলাম জানান, বিদ্যুৎ বিল বিতরণকারীরা বাড়ির সদর দরজার ভেতরে কাউকে না জানিয়ে ফেলে রেখে যায়। কখনো-কখনো গোল করে ঢিল মেরে রেখে যায়। এতে কিছু বিল পাওয়া যায় আবার কিছু বিল হারিয়ে যায়। নিমতলা মোড় বিদ্যুৎ বিল গ্রাহক আজগার আলী বলেন, বিল বিতরণকারী আমাদের কাউকে কোনো কিছু না বলে বাড়ির প্রাচীরের উপর বিল ফেলে দিয়ে যায়। আমরা যদি দেখতে না পাই তবে তা বকেয়া হয়ে পরের মাসে যোগ হয়ে আসে। সেই বিল দিতে গিয়ে জরিমানা গুনতে হয় আমাদের। কাঁটাবাড়ী গ্রামের বিদ্যুৎ গ্রাহক হারুন বলেন, আমার বিল আমার পাশের বাড়িতে থাকা স্বকল্প সোসাইটিতে দিয়ে গেছে। মাঝে মাঝে বাড়ির মূল দরজার সামনে রেখে চলে যায়। এতে অনেক বিলেই পাওয়া যায় না। ফলে পরের মাসে জরিমানাসহ পরিশোধ করতে হয়। বিষয়টি নিয়ে ফুলবাড়ী আবাসিক বিদ্যুৎ সরবরাহ বিউবোর দপ্তরে কথা বলতে গিয়ে কাউকে বিদ্যুৎ অফিসে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়