গজারিয়ায় পুকুর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

আগের সংবাদ

বাংলাদেশসহ বিশ্বজুড়ে অস্বস্তি

পরের সংবাদ

নবনির্বাচিত মেয়র ফাহরিয়ার দায়িত্ব গ্রহণ : মুন্সীগঞ্জ পৌরসভা

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

মুন্সীগঞ্জ (সদর) প্রতিনিধি : মুন্সীগঞ্জ পৌরসভার উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী চৌধুরী ফাহরিয়া আফরিন আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব বুঝে নিয়েছেন। তার বিজয়ের মধ্য দিয়ে এই প্রথম নারী মেয়র পেল মুন্সীগঞ্জ পৌরবাসী। গতকাল সোমবার বেলা ১টার দিকে পৌরসভার মাঠ প্রাঙ্গণে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে মুন্সীগঞ্জ পৌরসভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন মুন্সীগঞ্জ সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুজ্জামান।
উপনির্বাচনে নবনির্বাচিত মেয়র চৌধুরী ফাহরিয়া আফরিন পৌরসভার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সবার সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলে মেয়র পদটি শূন্য হয়। ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব নেন সোহেল রানা রানু। গত ৯ মার্চ মুন্সীগঞ্জ পৌরসভার উপনির্বাচনে জগ প্রতীক নিয়ে ২১ হাজার ৯৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন ফাহরিয়া আফরিন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, আজাদ আলোকিত বিশেষ শিক্ষালয় শিক্ষক সুরাইয়া আক্তার, শিউলি আক্তার, আলমগীর, বাবুল মিয়া প্রমুখ।
ঈদ উপহারসামগ্রী পেয়ে উপকারভোগীরা পুনাকের সভাপতিকে ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়