মাদকবিরোধী অভিযান : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ২০

আগের সংবাদ

ভোগান্তি মেনেই ঘরে ফেরা : ঈদযাত্রা

পরের সংবাদ

রাজবাড়ী : জাকাত নিতে গিয়ে পদপিষ্টে নারীর মৃত্যু

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে জাকাতের টাকা নিতে গিয়ে হুড়োহুড়ির সময় পদদলিত হয়ে বানু বিবি (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গপ্রসাদপুর গ্রামের মৃত গফুর সরদারের স্ত্রী। গতকাল রবিবার সকালে রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকায় ব্যবসায়ী দেলোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, প্রতি বছর রাজবাড়ী শহরের ব্যবসায়ী দেলোয়ার হোসেন ২৭ রোজায় জাকাত দিয়ে থাকেন। সেই উপলক্ষে গতকাল ভোর থেকেই দেলোয়ার হোসেনের বাড়ির সামনে কয়েক হাজার মানুষ উপস্থিত হন। সকাল সাড়ে ৬টার দিকে দোলোয়ার হোসেনের বাড়ির সামনে থাকা টিনের বেড়া ভেঙে বাড়ির ভেতরে ঢুকতে শুরু করে। এ সময় বাবু বিবি পড়ে যান। ভিড় কমলে পড়ে থাকা বাবু বিবিকে কয়েকজন নারী উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বানু বিবিকে মৃত ঘোষণা করেন। ব্যবসায়ী দোলোয়ার হোসেন বলেন, আমি পারিবারিকভাবে প্রতি বছরই ২৭ রোজায় জাকাত দিয়ে থাকি। এ বছরও তিন হাজার পাঁচশ মানুষের জন্য শাড়ি, লুঙ্গি ও নগদ টাকা দেয়ার আয়োজন করি। সকাল ৭টা থেকে এগুলো বিতরণ করার জন্য পুলিশের সহযোগিতা চেয়েছিলাম। কিন্তু সাড়ে ৬টার দিকে টিনের বেড়া ভেঙে মানুষ বাড়ির ভেতরে ঢুকতে শুরু করে। তখন মহিলাটি মারা যান। মহিলার পরিবারকে আমি সহযোগিতা করব। রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ ব্রাদার্স আব্দুল্লাহ আল মামুন জানান, সকাল ৮টার কিছু সময় আগে ওই নারীকে মৃত অবস্থায় আরো কয়েকজন নারী হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান বলেন, ওই নারীর মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়