ডায়েট ভুলে জমিয়ে খান নুসরাত

আগের সংবাদ

অভিযানে কোণঠাসা কেএনএফ

পরের সংবাদ

মুকসুদপুর : জাকাতের কাপড় পেল ৬ হাজার পরিবার

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাজী ওহিদ, মুকসুদপুর (গোপালগঞ্জ) থেকে : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান নির্বাচনী এলাকা গোপালগঞ্জের মুকসুদপুরে প্রায় ৬ হাজার অসহায়, গরিব ও দুস্থদের মধ্যে পারিবারিক তহবিল জাকাতের কাপড়, শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন। গত শুত্রæবার দুপুরে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ফারুক খানের মেয়ে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও সুচিন্তা বাংলাদেশের যুগ্মআহ্বায়ক কানতারা খান এলাকার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাকাতের কাপড়, শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক এম, এম মহিউদ্দিন আহমেদ মুক্ত, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মুন্সী প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়