আজকের খেলা

আগের সংবাদ

পাহাড়ে সন্ত্রাস নির্মূল হোক

পরের সংবাদ

বসুন্ধরার জয়যাত্রা অব্যাহত : ঢাকা আবাহনীর পয়েন্ট কেড়ে নিল ফর্টিস

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে গতকাল চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ৫-০ গোলের দুর্দান্ত জয় পেয়েছে বসুন্ধরা কিংস। দ্য কিংসের হয়ে গতকাল জোড়া গোল করেছেন দেশের তরুণ ফরোয়ার্ড রাকিব হোসাইন। এছাড়া অবশিষ্ট গোলগুলো এসেছে উজবেকিস্তানের মিডফিল্ডার আসরর গাফুরভ, স্ট্রাইকার রবিনহো ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দরিয়েলতনের পা থেকে। দিনের অন্য ম্যাচে ফর্টিসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ঢাকা আবাহনী। ফর্টিসের হয়ে গতকাল একমাত্র গোলটি করেছেন ইউক্রেনের মিডফিল্ডার ভ্যালেরি গ্রিশিন। অন্যদিকে আবাহনী ঢাকার একমাত্র গোলটি এসেছে গ্রানাডার স্ট্রাইকার্স কর্নেলিয়াস স্টুয়ার্টের পা থেকে। দিনের অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে রহমতগঞ্জ এমএফএস। রহমতগঞ্জের হয়ে গোল করেছেন ঘানার ফরোয়ার্ড আর্নেস্ট বোটেং ও মিশরের মিডফিল্ডার কাহরাবা। এ পর্যন্ত ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল কিংস। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ তিনে অবস্থান করছে মোহামেডান। ফর্টিস ১৩ পয়েন্ট নিয়ে পাঁচে এবং ১০ পয়েন্ট নিয়ে আটে রয়েছে রহমতগঞ্জ।
মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল প্রথমার্ধের রেফারির বাঁশি বাজার পরপরই চড়াও হতে থাকে কিংস। ম্যাচের দ্বিতীয় মিনিটেই তাদের এগিয়ে দেন দরিয়েলতন। রিমন হোসেনের পাস থেকে দারুণ শটে জাল খুঁজে নেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ১২তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রবিনহো। বক্সে চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার রায়হান হ্যান্ডবল করলে পেনাল্টি দেন রেফারি। এর সাত মিনিট পরই রবিনহোর লং পাস থেকে চিপ শটে ব্যবধান বাড়ান রাকিব। প্রথমার্ধের যোগ করা সময়ে চতুর্থ গোলটি করেন গফুরভ। দ্বিতীয়ার্ধেও অবশ্য আক্রমণের সেই ধার ধরে রাখতে পারেনি কিংস। তবে কোনো বিপদও ঘটেনি। ৫৩তম মিনিটে দরিয়েলতনে ক্রসে টোকা মেরে নিজের দ্বিতীয় গোলটি করেন রাকিব। এই জয়ে ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল কিংস।
দিনের অন্য ম্যাচে ফর্টিসের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে কোনোমতে হার এড়িয়েছে ঢাকা আবাহনী। ইউক্রেনের মিডফিল্ডার ভ্যালেরি গ্রিশিনের গোলে প্রিমিয়ার লিগের প্রথম পর্বে হার দেখেছিল আবাহনী লিমিটেড। দ্বিতীয় পর্বে এসেও একই অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছিল। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছেড়েছে ক্রুসিয়ানির দল। এদিনও গ্রিশিনের গোলে এগিয়ে যায় ফর্টিস। শেষ মুহূর্তে কর্নেলিয়াস স্টুয়ার্টের লক্ষ্যভেদে ফর্টিসকে ১-১ গোলে রুখে দিয়েছে তারা। ড্র করে আকাশি-নীল জার্সিধারীরা লিগ লড়াই থেকে আরও দূরে চলে গেছে।
গতকাল জামাল ভূঁইয়াকে ছাড়াই শুরু থেকে খেলেছে আবাহনী। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দাপট দেখালেও কাক্সিক্ষত গোলের দেখা মিলেনি। সেন্ট ভিনসেন্ট ও গ্রানাডার কর্নেলিয়াস স্টুয়ার্ট একাই কয়েকটি সুযোগ পেয়েও গোল করতে পারেনি। ম্যাচ ঘড়ির ২২ মিনিটে কর্নেলিয়াস স্টুয়ার্টের বক্সে ঢুকে লক্ষ্যে ঠিকঠাক শট নিতে পারেননি। বল চলে যায় ক্রস বারের অনেক উপর দিয়ে। দুই মিনিট পর কর্নেলিয়াসের বক্সে ঢুকে একইভাবে নেয়া শট আতঙ্ক ছড়ালেও গোলকিপারকে পরাস্ত করা যায়নি। ক্রস বারের একটু উপর দিয়ে বলে চলে গেলে হতাশ হতে হয় সমর্থকদের। একটু গুছিয়ে নিয়ে ৩২ মিনিটে ফর্টিসও সুযোগ পেয়েছিল। তবে সতীর্থের কর্নারে গাম্বিয়ান ওমর বাদোর হেড অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে গেলে গোল পাওয়া হয়নি। ৪১ মিনিটে আবাহনী আবারও গোলের সুযোগ পায়। কর্নেলিয়াস বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের শরীরে মেরে সুযোগ নষ্ট করেছেন। বিরতির পর দুটি গোল হয়েছে। ৬১ মিনিটে ফর্টিস এফসি এগিয়ে যায়। সতীর্থের লং পাস প্রতিপক্ষের সীমানায় আয়ত্বে নেয়ার আগে ডিফেন্ডার রহমত মিয়া হেড করে পোস্ট ছেড়ে এগিয়ে আসা গোলকিপার শহিদুল আলম সোহেলকে দেয়ার চেষ্টা করেন। আগুয়ান গোলকিপার তা হাত দিয়ে প্রতিহত করতে চাইলেও ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। ইউক্রেনের ভ্যালেরি গ্রিশিন বল পেয়ে বাঁ-পায়ের টোকায় জড়িয়ে দেন জালে। সোহেল নিজের পজিশনে ফিরে গোল বাঁচানোর চেষ্টা করেও সফল হতে পারেননি।
ম্যাচে সমতায় ফিরতে আবাহনী কম চেষ্টা করেনি। জোনাথন-কর্নেলিয়াসরা বারবারই ফর্টিসের সীমানায় বল নিয়ে গেলেও জাল কাঁপাতে সময়ক্ষেপণ করছিল। শেষ পর্যন্ত যোগ করা সময়ের শেষ দিকে এসে আবাহনী হার এড়িয়েছে। কর্নারের পর জটলা থেকে কর্নেলিয়াস গোল করে দলকে এক পয়েন্ট এনে দিয়েছেন। লিগে আবাহনী ১১ ম্যাচে চতুর্থ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই আছে। সমান ম্যাচে ফর্টিস এফসি চতুর্থ ড্রয়ে ১৩ পয়েন্টে পুলিশের সঙ্গে পঞ্চম স্থানে আছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়