সাবের হোসেন চৌধুরী : বনের জমি দখলে সরকারি প্রতিষ্ঠানকেও ছাড় নয়, বন কর্মকর্তার খুনিদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে

আগের সংবাদ

সর্বাত্মক অভিযানে যৌথবাহিনী

পরের সংবাদ

কৃষি জমিতে পুকুর খননকালে ভেকুতে অগ্নিসংযোগ : নাটোর

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৫, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, নাটোর : নাটোরে রাতের আঁধারে কৃষি জমিতে পুকুর খননের সময় ভেকু মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে একদল লোক। গত বুধবার রাতে সদর উপজেলার পাইকরদৌল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে ফসলি জমিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। নাটোর সদর থানার ওসি (তদন্ত) আবু রায়হান ও নাটোর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার শাহাদত হোসেন জানান, সদর উপজেলার পাইকেরদৌল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে স্থানীয় একরামুল ইসলাম নামে এক ব্যক্তি তার ফসলি জমিতে কয়েক দিন ধরেই রাতের অন্ধকারে অবৈধভাবে ভেকু মেশিন চালিয়ে পুকুর খনন করছিলেন। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে করে কয়েকজন লোক ঘটনাস্থলে গিয়ে খনন কাজে ব্যবহৃত এক্সকেভেটর মেশিনে (ভেকু মেশিন) পেট্রল দিয়ে আগুন ধরিয়ে চলে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়