সাবের হোসেন চৌধুরী : বনের জমি দখলে সরকারি প্রতিষ্ঠানকেও ছাড় নয়, বন কর্মকর্তার খুনিদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে

আগের সংবাদ

সর্বাত্মক অভিযানে যৌথবাহিনী

পরের সংবাদ

ঈদ ঘিরে চট্টগ্রাম ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৫, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : এরই মধ্যে নগর ছাড়তে শুরু করেছে মানুষ। ঈদের আনন্দ গ্রামে নিজের বাড়িতে মা-বাবা, আত্মীয়স্বজনের সঙ্গে ভাগাভাগি করে নিতে ছুটছে মানুষ শহর ছেড়ে। আর সেজন্য ট্রেনকেই ঈদযাত্রার প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন অনেকে। ইতোমধ্যেই রেলের অগ্রিম টিকেটে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। প্রথমদিকে তেমন ভিড় না থাকলেও আর দু-একদিন পর যাত্রীদের ভিড় বাড়বে বলে জানালেন সংশ্লিষ্টরা। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনে তেমন ভিড় ছিল না ট্রেনে। অনেক আসনই ছিল ফাঁকা এমনটাই জানা গেছে। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল থেকে প্রতিটি ট্রেন নির্দিষ্ট সময়ে চট্টগ্রাম ছেড়ে গেছে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. মনিরুজ্জামান বলেন, ঈদুল ফিতর উপলক্ষে রেলের অগ্রিম টিকেটে ঘরমুখো যাত্রীদের যাত্রা শুরু হয়েছে গত বুধবার থেকে। আজ (বৃহস্পতিবার) ও প্রথমদিন যাত্রীদের তেমন ভিড় ছিল না। আরো ২-৩ দিন পর ট্রেনে ভিড় বাড়বে। আপাতত আগামী ১০ এপ্রিলকে ঈদের দিন ধরে বাংলাদেশ রেলওয়ে গত ২৪ মার্চ থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু করে। ঈদের আগে ৯ এপ্রিল পর্যন্ত প্রতিটি আন্তঃনগর ট্রেনের ঈদের আগাম টিকেট বিক্রি করা হয়েছে। আগের ঈদগুলোতে ৫ দিনের আগাম টিকেট বিক্রি করলেও এবারই প্রথম ৭ দিনের আগাম টিকেট বিক্রি করছে রেলওয়ে। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক প্রকৌশলী সাইফুল ইসলাম জানিয়েছেন, ঈদুল ফিতর উপলক্ষে রেলের অগ্রিম টিকেটে যাত্রা শুরু হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের ১২টি আন্তঃনগর ট্রেনে প্রতিদিন ৭ হাজার ৭১৫ জন যাত্রী ঈদে বাড়ি ফিরতে পারবেন। তার মতে, এবার স্পেশালসহ আন্তঃনগর ট্রেনে করে চট্টগ্রাম থেকে প্রতিদিন ১৪ থেকে ১৫ হাজার যাত্রী ঈদযাত্রায় বাড়ি যেতে পারবেন। ঈদ উপলক্ষে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ১ জোড়া স্পেশাল ট্রেন চলবে। ট্রেন দুটি ঈদের আগে ৮ ও ৯ এপ্রিল এবং ঈদের পরদিন থেকে তিন দিন চলবে। চট্টগ্রাম-চাঁদপুর রুটের চাঁদপুর ঈদ স্পেশাল (চারটি), চট্টগ্রাম-ময়মনসিংহ রুটের ময়মনসিংহ ঈদ স্পেশাল (দুটি), ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল (দুটি) চলবে। এসব ট্রেন ৫ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ও ঈদের পরের দিন থেকে পাঁচ দিন পর্যন্ত চলবে বলে জানা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়