সায়মা ওয়াজেদের কারণে অটিজম নিয়ে সচেতনতা বেড়েছে : বাহাউদ্দিন নাছিম

আগের সংবাদ

পাহাড় জনপদে আতঙ্কের ঢেউ

পরের সংবাদ

চন্দনাইশে ইফতার সামগ্রী পেল ৫০ হাজার পরিবার

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৪, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

আবু তালেব আনচারী, চন্দনাইশ (চট্টগ্রাম) থেকে : চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আগামী উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দীন আহমেদ চন্দনাইশে ৫০ হাজার অসহায় পরিবারে মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। রমজানে ইফতার সামগ্রী বিতরণের সুব্যবস্থার জন্য চন্দনাইশের ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে ৫০ হাজার অসহায় পরিবারের তালিকা করার দায়িত্ব দিয়েছেন প্রতিটি ইউনিয়নে নির্বাচিত জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের। প্রথম পর্যায়ে বৈলতলী ইউনিয়ন সাড়ে ৪ হাজার পরিবারে ইফতার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে পুরো চন্দনাইশে কার্যক্রম শুরু করেন। প্রতিটি প্যাকেটে রমজান মাসে ব্যবহারের মানুষের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী রয়েছে। গতকাল বুধবার দুপুরে দোহাজারী পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদে বিতরণ অনুষ্ঠান উদ্বোধনের সময় জেসিকা গ্রুপের চেয়ারম্যান, কক্সবাজার রামাধা আবাসিক হোটেলের এমডি জসিম উদ্দীন আহমেদ বলেন, রমজানে অসহায় পরিবারে সদস্যদের ইফতারের সুব্যবস্থাসহ তিনি আরো কতগুলো মানবিক কাজ হাতে নিয়েছে তার নিজ অর্থায়নে নিজ বাসভবনে প্রতি বছর ১০০টি গরিবের মেয়ে বিয়ে দেয়া। ইতোমধ্যে ২১টি মেয়ের বিয়ে সম্পন্ন হয়েছে বাকিগুলো ঈদের পর সম্পন্ন করা হবে। বরযাত্রীসহ মেয়েদের নিত্যপ্রয়োজনীয় আসবাবসহ প্রতিটি বিয়েতে ৩ লাখ টাকা খরচ করেছেন তিনি। আগামীতেও করবেন বলে জানান এছাড়াও তিনি চন্দনাইশে অসহায় জটিল রোগে আক্রান্ত হার্ট ব্লক, কিডনির রোগে চিকিৎসাসহ জটিল রোগে আক্রান্ত চিকিৎসা করার সামর্থ নেই এমন ব্যক্তিদের চিকিৎসার জন্য তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান। এ বিষয়ে জসীম উদ্দিন আহমেদকে প্রশ্ন করা হলে তিনি জানান, সে একজন ব্যবসায়ী তার আয়ের কিছু অংশ অসহায় মানুষের জন্য দান করেও পরকালে মুক্তি পাওয়ার জন্য এ সিদ্ধান্ত নেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়